বাংলা নিউজ > টুকিটাকি > Optical Illusion: অপটিকাল ইলিউশনই বলে দেবে আপনি কর্মক্ষেত্রে কতটা বুদ্ধিমান! ৫ সেকেন্ডে খুঁজতে হবে ভুয়ো ভাল্লুক
পরবর্তী খবর
Optical Illusion: অপটিকাল ইলিউশনই বলে দেবে আপনি কর্মক্ষেত্রে কতটা বুদ্ধিমান! ৫ সেকেন্ডে খুঁজতে হবে ভুয়ো ভাল্লুক
1 মিনিটে পড়ুন Updated: 20 Mar 2025, 07:30 AM ISTSanket Dhar
Optical Illusion Test: ছবিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ভাল্লুক। কিন্তু এর মধ্যে একটি নাকি ভুয়ো। কর্মক্ষেত্রে আপনি কতটা বুদ্ধিমান তার হদিশ দেবে এই ধাঁধাই।
Ad
কোন ভাল্লুকটি ভুয়ো?
Optical Illusion Test: অপটিক্যাল ইলিউশন একদিকে যেমন চোখের পরীক্ষা নেয়, অন্যদিকে তেমনই মগজের পরীক্ষা। উপরের ছবিটিতে অবশ্য দুরকম পরীক্ষাই দিতে হবে। কারণ ওই ছবিটিতে বেশ কয়েকটি ভাল্লুক দেখা গেলেও তার মধ্যে একটি প্রাণী ভাল্লুক নয়। সেটি অন্য প্রাণী। চোখের পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে খুঁজে বার করতে হবে কোনটি সেই ভুয়ো ভাল্লুক। তবে একই সঙ্গে দরকার বুদ্ধিরও। কারণ ভুয়ো ভাল্লুকটি এখানে কারসাজি করে লুকিয়ে আছে। সহজে কিন্তু একে খুঁজে পাওয়া মুশকিল।
সাধারণত চোখের পরীক্ষা হলেও কখনও কখনও অপটিকাল ইলিউশন মগজের পরীক্ষাও নেয়। তাই বলা হচ্ছে, নেট দুনিয়ায় ভাইরাল এই অপটিকাল ইলিউশনটি যিনি ৫ সেকেডে সমাধান করতে পারবেন, তিনি কর্মক্ষেত্রে বেশিরভাগ সময়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন।
অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধার উত্তর আপনার আইকিউ বলে দিতে সক্ষম।
সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
চোখের স্বাস্থ্য কেমন রয়েছে তা অপটিক্যাল ইলিউশন দিয়েও বুঝে ফেলা সম্ভব। কারণ এটি চোখের জন্য বেশ জটিল একটি পরীক্ষা।