যমজ হওয়ার গল্প তো প্রায়ই শোনা যায়। কিন্তু একসঙ্গে তিন সন্তান জন্মের কথা? নাহ্, সে কথা একটু কমই শোনা যায়। তবে একসঙ্গে একাধিক শিশু জন্মানোর ঘটনার বিরল তা বলা যায় না। খবরের পাতায় এখন খবর প্রায়ই আসে। কিন্তু এই তিন সন্তানের গল্প একেবারেই আলাদা বলা যায়। আর সে কারণেই ব্রিটেনের সদ্যজাত শিশুরা সরাসরি চলে এল সংবাদের শিরোনামে। বিজ্ঞানীদের কথায়, একসঙ্গে তিন সন্তানের জন্ম এমনিতেই বিরল। প্রতি ১০ লাখ গর্ভাবস্থার মধ্যে একটি গর্ভাবস্থা এমনটা হয়ে থাকে। অর্থাৎ প্রতি ১০ লাখ গর্ভাবস্থার মধ্যে তিনটি সন্তানের একসঙ্গে জন্মের ঘটনা একবার ঘটে সাধারণত।
আরও পড়ুন: প্রস্রাবে খুব দুর্গন্ধ হচ্ছে? হয়তো বড় কোনও সমস্যা হয়েছে, কী করবেন
আরও পড়ুন: ভ্যাপসা গরমে ছোট্ট খুদেও ঘামাচিতে জেরবার? কী করলে রেহাই মিলবে জানেন
তবে ব্রিটেনের ঘটনা নানা কারণে আরও বিরল। বিজ্ঞানীদের কথায়, এই তিনটি সন্তান একেবারেই হুবহু দেখতে। অর্থাৎ এদের তিনজনকে আলাদাভাবে চেনার কোনও উপায় নেই। এমন ঘটনা প্রায় ঘটে না বললেই চলে। কতটা বিরল এমন তিন সন্তানের জন্ম? বিজ্ঞানীরা বলছেন, অঙ্কের হিসেব দিয়ে। প্রতি ২০ কোটি সন্তান প্রসবের মধ্যে একটি প্রসবে এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর সে সম্ভাবনাই বাস্তব হয়েছে এবার। ২০ কোটির মধ্যে সেই একটি প্রসবে জন্ম নিয়েছে তিন একইরকম দেখতে সন্তান। দম্পতি জেনি ও জেমস প্রথমে কিন্তু তিন সন্তানের খবর পাননি। তাদের কাছে খবর ছিল যমজ সন্তান আসতে চলেছে তাঁদের কোলে। কিন্তু গর্ভাবস্থার কয়েক মাস পর তাদের কাছে রিপোর্ট আসে, দুজন নয়, তিনজন শিশু আসতে চলেছে কোলে।