বাংলা নিউজ > টুকিটাকি > Diamond to Gangasagar cruise ticket: চালু হল ডায়মন্ড-গঙ্গাসাগর ক্রুজ! কত ভাড়া? কীভাবে টিকিট কাটবেন? রইল টাইমটেবিলও
পরবর্তী খবর

Diamond to Gangasagar cruise ticket: চালু হল ডায়মন্ড-গঙ্গাসাগর ক্রুজ! কত ভাড়া? কীভাবে টিকিট কাটবেন? রইল টাইমটেবিলও

ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত চালু বিলাসবহুল ক্রুজ পরিষেবা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি ও ফেসবুক Osprey Waterways India LLP)

ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত চালু বিলাসবহুল ক্রুজ পরিষেবা চালু হল। আপাতত রোজ সেই ক্রুজ চালানো হবে। গঙ্গাসাগর মেলার সময় আরও বাড়বে ক্রুজের সংখ্যা। সেই ক্রুজের ভাড়া কত পড়বে, কখন ছাড়বে, তা দেখে নিন।

এবার বিলাসবহুল ক্রুজে চেপে যেতে পারবেন গঙ্গাসাগরে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সেই পরিষেবা। ডায়মন্ড হারবার পুরসভা এবং বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে সেই পরিষেবা শুরু করা হয়েছে। ওই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রুজ পরিষেবা চালুর ফলে যেমন দ্রুত গঙ্গাসাগরে পৌঁছানো যাবে, তেমনই মনোরম হবে যাত্রা। সম্পূর্ণ শীতাতাপ-নিয়ন্ত্রিত ১৫৬টি আসনের ক্রুজে চেপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন মানুষ।

ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর-ডায়মন্ড হারবার বিলাসবহুল ক্রুজের সময়

অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের তরফে জানানো হয়েছে, সকাল ৯ টা ৩০ মিনিটে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে সেই বিলাসবহুল ক্রুজ ছাড়বে। রওনা দেবে কচুবেড়িয়ার (গঙ্গাসাগর) উদ্দেশে। সেখানে পৌঁছাবে সকাল ১১ টা ৩০ মিনিটে। আবার ফিরতি পথে কচুবেড়িয়া বিকেল ৪ টে ৩০ মিনিটে রওনা দেবে।ডায়মন্ড হারবারে পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।

তবে গঙ্গাসাগর মেলার চারদিন (আগামী ১৩ জানুয়ারি থেকে আগামী ১৬ জানুয়ারি) বেশি সংখ্যক ক্রুজ চালানো হবে। ওই বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থার তরফে জানানো হয়েছে, উভয় অভিমুখে দিনে মোট ছ'টি ক্রুজ চলবে (তিনটি আপ এবং তিনটি ডাউন)। সেই ক্রুজের সময় দেখে নিন -

১) ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর ক্রুজের সময়: সকাল ৮ টা ৩০ মিনিট (পৌঁছাবে সকাল ১০ টায়), বেলা ১২ টা ৩০ মিনিট (পৌঁছাবে দুপুর ২ টোয়) এবং বিকেল ৫ টা (পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে)।

২) গঙ্গাসাগর-ডায়মন্ড হারবার বিলাসবহুল ক্রুজের সময়: সকাল ১০ টা ৩০ মিনিট (পৌঁছাবে বেলা ১২ টা ৩০ মিনিটে), দুপুর ৩ টে (পৌঁছাবে বিকেল ৪ টে ৩০ মিনিটে) এবং সন্ধ্যা ৭ টা (পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে)।

আরও পড়ুন: Digha-Puri Cruise Service : ডায়মন্ড হারবার থেকে জলপথে দিঘা-পুরী, প্রমোদতরীতে ফাটাফাটি পর্যটন, ভাড়া কত?

ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর-ডায়মন্ড হারবার বিলাসবহুল ক্রুজে কত ভাড়া পড়বে?

ওই বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থার তরফে জানানো হয়েছে,  ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর বিলাসবহুল ক্রুজে দুটি শ্রেণি আছে - ইকোনমি শ্রেণি এবং প্রিমিয়াম শ্রেণি। কোনও যাত্রী যদি চান, তাহলে শুধুমাত্র ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়ার বা গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবার আসার টিকিট কাটতে পারেন (ওয়ান ওয়ে টিকিট)। আবার ‘টু'ওয়ে টিকিট’ কেটে ফেলারও সুযোগ পাবেন। তবে গঙ্গাসাগর মেলার সময় (১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) ভাড়া কিছুটা বাড়বে। প্রতিটি টিকিটের যে ভাড়া আছে, সেটার সঙ্গে জেটি ফি বাবদ ২৯ টাকা যুক্ত হবে।

১) ‘ওয়ান ওয়ে' ইকোনমি শ্রেণির টিকিটের ভাড়া: ভাড়ার তালিকা অনুযায়ী, ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ভাড়া পড়বে ৫৯৮ টাকা। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৬৯৮ টাকা পড়বে। গঙ্গাসাগর মেলার চারদিন আবার ভাড়া বাবদ ৯৮৯ টাকা দিতে হবে। তবে অনলাইনে টিকিট বুকিংয়ের সময় সেটা ১,৪০০ টাকা দেখাচ্ছে।

২) ‘ওয়ান ওয়ে' প্রিমিয়াম শ্রেণির টিকিটের ভাড়া: ভাড়ার তালিকা অনুযায়ী, ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ‘ওয়ান ওয়ে' প্রিমিয়াম শ্রেণির টিকিটের ভাড়া পড়বে ৭৪৮ টাকা। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির টিকিট কাটতে ৮৯৮ টাকা খরচ পড়বে। আর গঙ্গাসাগর মেলার চারদিন ‘ওয়ান ওয়ে' প্রিমিয়াম শ্রেণির টিকিটের দাম পড়বে ১,১৯৮ টাকা। অনলাইনে টিকিট বুকিংয়ের সময় সেটা দেখাচ্ছে ১,৫০০ টাকা।

৩) ‘টু'ওয়ে' ইকোনমি শ্রেণির টিকিটের ভাড়া: ভাড়ার তালিকা অনুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত খরচ পড়বে ৯৯৮ টাকা। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ১,০৫৮ টাকা লাগবে। আর ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত টিকিটের ভাড়া হচ্ছে ১,৮০০ টাকা।

৪) ‘টু'ওয়ে' প্রিমিয়াম শ্রেণির টিকিটের ভাড়া: ভাড়ার তালিকা অনুযায়ী, ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ভাড়া লাগবে ১,১৯৮ টাকা। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ১,২৫৮ টাকা পড়বে টিকিটের দাম। যা গঙ্গাসাগর মেলার চারদিনে বেড়ে দাঁড়াতে চলেছে ১,৯৯৮ টাকা।

আরও পড়ুন: Ganga Sagar Mela: ভিআইপিরা এই কাজটা একদম করবেন না গঙ্গাসাগর মেলায়…নজর রাখবে ইসরোও, কড়া নির্দেশ মমতার

কীভাবে ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর বিলাসবহুল ক্রুজের টিকিট বুকিং করবেন?

অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের তরফে জানানো হয়েছে, অফলাইনের পাশাপাশি অনলাইনেও টিকিট বুকিং করা যাবে। অফলাইনে টিকিট বুকিংয়ের জন্য 9073380163 এবং 82749 29297 নম্বরে ফোন করতে হবে বলে বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে। আর অনলাইনে টিকিট বুকিং করতে অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। কীভাবে অনলাইনে টিকিট বুক করবেন, তা দেখে নিন।

১) অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে।

২) হোমপেজেই 'Book your Cruise to Diamond Harbour' আছে। তাতে 'Book Cruise'-তে ক্লিক করতে হবে। 

৩) নতুন একটি পেজ খুলে যাবে। 'Trip Type'-এ যদি গন্তব্য, যাত্রার তারিখ দিয়ে সার্চ করতে হবে। সংশ্লিষ্ট দিনে যে যে ক্রুজ আছে, সেটার তালিকা খুলে যাবে। ধরুন, আপনি ১৩ জানুয়ারি বেছে নিয়েছেন, তাহলে আপনাকে তিনটি ক্রুজের তথ্য দেখাবে। কখন ছাড়বে, কখন পৌঁছাবে; সব তথ্য জানিয়ে দেওয়া হবে। নিজের পছন্দ মতো ক্রুজ বেছে নিয়ে ‘Select’-এ ক্লিক করতে হবে যাত্রীদের।

৪) তারপর নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে আপনি নিজের পছন্দের আসন বেছে নিতে পারবেন। ক্রুজের ছবি আঁকা জায়গায় পছন্দের আসন বেছে নিলে 'PASSENGERS INFORMATION'-র তলায় যাত্রীদের নাম চাইবে। যতজনের টিকিট বুক করতে চাইবেন, ততজনের নাম নিতে হবে। ক্লিক করতে হবে 'Next'-এ। 

৫) সেখানে ক্লিক করলে একটা বক্স আসবে। তাতে লেখা থাকবে, ‘booking.ospreyindia.com says, Do you want to confirm your selection and proceed to booking?’। 'Ok'-তে ক্লিক করতে হবে। 

৬) নতুন একটি পেজ খুলে যাবে। কত টাকা ভাড়া দিতে হবে, সেটা লেখা থাকবে (জেটি ফি ধরে)। নিজের যাত্রীদের যাবতীয় তথ্য দিয়ে ‘Proceed to Pay’ করতে হবে যাত্রীদের। তারপর টাকা দিলেই আপনার টিকিট বুক হয়ে যাবে।

অনলাইনে ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর-ডায়মন্ড হারবার বিলাসবহুল ক্রুজের টিকিট বুকিংয়ের ডিরেক্ট লিঙ্ক -

Latest News

হাতে ৫-৭ হাজার? যান কালিম্পংয়ের গ্রাম ফিক্কলে গাঁও, একফ্রেমে তিস্তা-কাঞ্চনজঙ্ঘা আবার শহরে অগ্নিকাণ্ড, দাউ দাউ করে পুড়ছে বেহালার অভিজাত বহুতল! ‘শাহরুখ বা অমিতাভকে দরকার নেই, নিজেই তারকা তৈরি করব…', বিস্ফোরক শেখর কাপুর শাহরুখের পর নিউ ইয়র্কে পৌঁছলেন প্রিয়াঙ্কাও, দেশি গার্লের পোশাকের দাম কত জানেন? ‘কন্যাশ্রী’তে জালিয়াতি রুখতে নিয়মে বদল! বড় পদক্ষেপ প্রশাসনের ‘তোর নাকটা খুব সুন্দর..’ পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীর নাক চিবিয়ে খেলেন স্বামী যানবাহনের বাধায় দৈনিক ৩১টি ট্রেন লেট, লেভেল ক্রসিং বন্ধ নিয়ে কড়া বার্তা রেলের ফের পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! পুলিশের ফাঁদে পাঞ্জাবের ২ বাসিন্দা 'যুদ্ধ হলে ইংল্যান্ড চলে যাব’,পাক MP বললেন, ‘মোদী কি আমার কথায় পিছু হঠবেন!' ডু'প্লেসির সঙ্গে পাল্লা দিয়ে নাচ পিটারসেনের, চিকেন-ব্যানানা মুভে মাতালেন স্টেজ

Latest lifestyle News in Bangla

হাতে ৫-৭ হাজার? যান কালিম্পংয়ের গ্রাম ফিক্কলে গাঁও, একফ্রেমে তিস্তা-কাঞ্চনজঙ্ঘা অ্যাজমা নিয়েও ফুরফুরে থাকা যায় আর পাঁচজনের মতোই! রোজকার রুটিনে থাক এইসব অভ্যাস নারকেল শুকিয়ে গেলে ফেলে দেন? হার্ট ভালো রাখা ছাড়াও শরীরের বেশ কিছু উপকারে লাগে ছুটির দিন হয়ে উঠুক মজাদার, বিশ্ব হাসি দিবসে প্রিয়জনদের পাঠান এই মজার জোকস শরীরে এইসব রোগ বাসা বাঁধলে সময়ের আগেই বন্ধ হয়ে যায় পিরিয়ড, সতর্ক হবেন কীভাবে? মাতৃদিবসে মাকে সেরা উপহারটা দিতে চান? ফিরিয়ে দিতে পারেন তাঁর সুন্দর এইসব স্মৃতি থেরাপির চেয়ে কম নয় হাসি, মন খুলের হাসার এইসব উপকারিতা কি জানেন ঘন ঘন দুশ্চিন্তার ‘রোগ’? মানসিক নয়, হচ্ছে এক ভিটামিনের অভাবেই রোদের মধ্যেই ব্লাশ করুন এভাবে, গরমকালে আর মেকআপের অস্বস্তি হবে না মাতৃদিবসে মাকে উপহার দিতে চান? বেছে নিতে পারেন এই জিনিসগুলি, কাজে লাগবে ওঁর

IPL 2025 News in Bangla

ডু'প্লেসির সঙ্গে পাল্লা দিয়ে নাচ পিটারসেনের, চিকেন-ব্যানানা মুভে মাতালেন স্টেজ কোহলিদের জয়ের পর CSK সমর্থকদের উপর চড়াও হয়ে গালাগাল RCB ভক্তদের, চলে অসভ্যতাও ফাইনালে ২ রানের জন্য ১০০ হাতছাড়া বাবরের, রেকর্ড ইনিংস গড়ে চ্যাম্পিয়ন তাঁর দল IPL খেলার জন্য PSL-কে লাথি, ম্যাক্সওয়েলের বদলে বাবরের দলের প্লেয়ারকে নিল PBKS নিকটতম চিরপ্রতিদ্বন্দ্বী! ইস্টবেঙ্গল-মোহনবাগানের তকমা ছিনিয়ে নিল প্যারিসের ক্লাব ব্রেভিসের আউটই টার্নিং পয়েন্ট হয়ে যায়… পুরো ঘটনায় বিরক্ত ফ্লেমিং,নিয়মটা আসলে কী? ‘আমি তোর পাশে আছি, শুধু…’ যশ দয়ালকে যা বলেছিলেন বিরাট, ফাঁস করলেন তাঁর বাবা বয়স বাড়ছে, ধার কমছে ধোনির ব্যাটে! চোখে আঙুল দিয়ে দেখালেন অ্যাডাম গিলক্রিস্ট চিন্নাস্বামীতে ধোনিকে দেখেই টুপি খুলে নিলেন কোহলি! এটাই কি তবে শেষ সাক্ষাৎ? হয়তো পরের বছরও IPL খেলবে ও… ধোনির কোচই এবার বড় দাবি করলেন শিষ্যের অবসর প্রসঙ্গে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.