
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কথায় আছে কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ! তেমনটাই ঘটছে জি বাংলার নতুন মেগা অষ্টমীর আগমনে। আর এখানে সর্বনাশ একটা নয়, দুটো চলতি মেগার। ইচ্ছেপুতুল-এর পর বন্ধ হচ্ছে জি বাংলার আরও এক মেগায়। ‘যোগমায়া’র পর শীঘ্রই শুরু হচ্ছে ‘অষ্টমী’র সফর। সেই নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার হাতে এসেছে এক্সক্লুসিভ আপটেড। আরও পড়ুন-নতুন নায়ক এনেও টিআরপি তলানিতে! ৮ মাসেই বন্ধ হল জনপ্রিয় মেগা, রবিবারেই শ্যুটিং শেষ
সপ্তর্ষি-ঋতব্রতার নতুন মেগাকে জায়গা করে দিতে মাত্র ৬ মাসেই শেষ হচ্ছে ‘মিলি’। হ্যাঁ, ‘আলতা ফড়িং’ খেয়ালি চ্যানেল বদলালেও তাঁর ভাগ্যে বদল এল না। সেপ্টেম্বর মাসের একদম শেষে শুরু হয়েছিল ‘মিলি’। ইতিমধ্যেই চ্যানেল ও প্রযোজনা সংস্থার তরফে মিলি-র কলাকুশলীদের জানিয়ে দেওয়া হয়েছে শেষদিনের শ্যুটিং শেডিউল। সূত্রের খবর, এই সপ্তাহের শেষেই শ্যুটিং শেষ হবে মিলির। ৫ই এপ্রিল সিরিয়ালের শেষদিনের সম্প্রচার।
মিলি-র প্রথম প্রোমো দেখে মুগ্ধ হয়েছিল দর্শক, তবে যতটা আশা জাগিয়েছিল ততটা সাড়া ফেলতে পারেনি এই মেগা। শুরুতে সকলেই মনে করেছিল গল্পের নায়ক অর্জুন (অনুভব কাঞ্জিলাল)-এর চরিত্রে নেগেটিভ শেড থাকবে। যদিও তেমন কিছুই ঘটেনি।
খেয়ালি-অনুভবের রসায়ন, দুই লিড তারকার দুর্দান্ত অভিনয় সত্ত্বেও টিআরপি তালিকায় দাগ কাটতে পারেনি এই মেগা। ফলত দু-মাস পরেই রাত ৯টার স্লট থেকে ঠেলে রাত ১০টায় পাঠানো হয় ‘মিলি’কে। কিন্তু প্রতিপক্ষ ‘হরগৌরী পাইস হোটেল’-এর কাছে লাগাতার হারের মুখ দেখেছে এই মেগা। চার মাসেও টিআরপির রিপোর্ট কার্ড বদলায়নি, বাধ্য হয়েই এই সিরিয়ালের ঝাঁপ বন্ধ করছে চ্যানেল।
তব শুধু মিলি নয়, অষ্টমীর আগমনে খারাপ খবর শিমুল ভক্তদের জন্যও। জানা যাচ্ছে, ৭ই এপ্রিল থেকে সন্ধ্যা ৬.৩০টার স্লটে আসছে ‘অষ্টমী’। যে স্লট আপাতত দখল রেখেছে ‘কার কাছ কই মনের কথা’। কিন্তু ‘গীতা এলএলবি’র সঙ্গে টেক্কায় এঁটে উঠতে না পারায় এবার আসন ছাড়তে হবে শিমুলকেও। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে রাত ১০টার স্লটে (মিলির বর্তমান স্লট) যাচ্ছে কার কাছে কই মনের কথা।
গত কয়েক দিন ধরে এই সিরিয়াল নিয়ে বিরক্ত দর্শকদের একাংশ। পরাগকে ডিভোর্স দিয়েও যেভাবে শতদ্রুর সঙ্গে আচরণ করছে শিমুল তা মেনে নিতে পারছেন না অনেকেই। শিমুলের দু-নৌকায় পা দিয়ে চলার মানসিকতাকে তুলোধনা করেছেন তাঁরা। এর মাঝেই জানা যাচ্ছে, রাতের স্লটে যাচ্ছে ‘কার কাছে কই মনের কথা’। আইপিএলের মরসুম শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার পরের মেগাগুলোকে তাই কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নতুন স্লটে লড়াই করা মোটেই সহজ হবে না মানালি-সহ গোটা টিমের কাছে।
৳7,777 IPL 2025 Sports Bonus