‘ফাগুন বউ’ ধারাবাহিকে শেষ একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং ইন্দ্রিলা সেন। এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। তবে কাজ না করলেও ব্যক্তিগত জীবনে তাঁরা একে অপরের ভীষণ ভালো বন্ধু। এবার এই দুই বন্ধুর যদি আবারও দেখা যাবে ছোট পর্দায়। কোন ধারাবাহিকে অভিনয় করবেন তাঁরা?
না, এবার আর কোন ধারাবাহিক নয়। বরং একটি নতুন রিয়ালিটি শোয়ে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঐন্দ্রিলা এবং বিক্রম। অনুষ্ঠানটির নাম ‘১০ দিনে ১০ লাখ’। এই অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকাতেই দেখা যাবে এই দুই তারকাকে। জি- এর নতুন চ্যানেল জি বাংলা সোনার চ্যানেলে সম্প্রচারিত হবে এই নতুন অনুষ্ঠানটি।
আরও পড়ুন: মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, স্মৃতির জোয়ারে ভাসলেন শ্রোতারা
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল-সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
জি বাংলা সিনেমা অফিসিয়ালের তরফ থেকে যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী বাড়িতে বসে টিভি দেখছেন এবং ভীষণ বোর হচ্ছেন। তখনই টিভির পর্দায় আসেন ঐন্দ্রিলা এবং বিক্রম। প্রতিদিনের একঘেয়েমি কাটাতে তাঁরা নিয়ে আসেন নতুন একটি রিয়ালিটি শো। এই অনুষ্ঠানে দম্পতিদের একসঙ্গে ১০ দিন খেলতে হবে। হাড্ডাহাড্ডি লড়াই করে জেতার পরেই পাবেন ১০ লাখ টাকা।
ভিডিয়োর ক্যাপশনে লেখা, সেই একঘেয়েমি টিভি টাইম আর নয়! বিক্রম ও ঐন্দ্রিলার যুগ্ম সঞ্চালনায় শুরু হতে চলেছে দম্পতিদের "দশ দিনে দশ লাখ" জেতার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। দেখা যাক কর্তা গিন্নির বোঝাপড়া তাদের স্বপ্ন পূরণের জন্য দশ লাখ জেতাতে পারে কিনা। তৈরী থাকুন। আসছি খুব তাড়তাড়ি।
আরও পড়ুন: বাড়ি ফিরেই মেয়ের জন্য ব্যাগ ভর্তি শপিং করলেন দীপঙ্কর, কী কী কিনলেন তিনি?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ওটিটি, কোথায় কবে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’?
প্রসঙ্গত, জি বাংলায় ‘দিদি নাম্বার ওয়ান’ অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। অন্যদিকে সান বাংলায় সুদীপ্তা উপস্থাপিত ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানটিও বেশ জনপ্রিয় মানুষের মধ্যে। এবার এই নতুন চ্যানেলের নতুন অনুষ্ঠান মানুষের কতটা মনে ধরবে, সেটাই এখন দেখার।