প্রবীণ তারকা জরিনা ওয়াহাব তাঁর অভিনয় দক্ষতা দিয়ে বিনোদন জগতে তাঁর উপস্থিতি দৃঢ় করেছেন। তাঁর অভিনয়ের গুণে হিন্দি এবং মালায়ালম সিনেমা বহু ভালো ভালো ছবি উপহার পেয়েছে। তাঁর উপস্থিতিতে বিনোদন মাধ্যমে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তাঁর কর্মজীবনে তিনি অনেক তারকাদের সঙ্গে কাজ করেছেন। অনেক বড় মাপের অভিনেতাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে তাঁর। এমনকী তিনি প্রয়াত রাজ কাপুরের সঙ্গেও দেখা করেছেন। তবে এই দেখা খুব একটা সুখকর ছিল না। তিনি অভিনেত্রীকে জাতপাত নিয়ে কটাক্ষ করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তবে এই প্রথম নয়, অভিনেত্রী এই কথা নানা প্রতিবেদনেও বলেছেন, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সম্পূর্ণরূপে এই প্রসঙ্গ সরিয়ে নিয়েছেন তাঁরা। তাঁর মতে, রাজ কাপুর একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করেছিলেন যা অভিনেত্রী ভালো ভাবে নেননি। সেই মুহূর্তে তিনি কোনও প্রতিক্রিয়া দেখাননি। পরে অবশ্য রাজ কাপুর তাঁকে সবকিছু ব্যাখ্যা করেছিলেন এবং একই কথাগুলি যে আসলে তিনি অভিনেত্রীর প্রশংসার জন্য বলেছেন তা বুঝিয়ে বলেন।
আরও পড়ুন: নয়নতারার ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন ধনুশ! তথ্যচিত্র নিয়ে দ্বন্দ্ব গড়াল আদালতে
লেহরেন রেট্রোর সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে কি ঘটেছিল, সেই সময়ে, রাজ কাপুর যখনই লোনিতে যেতেন, তিনি পুনে ইন্সটিটিউট (ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া) থেকে অনেকে ডাকতেন। আমরা সবাই একবার গিয়েছিলাম। সে সময় তিনি কী যেন ভেবে আমাকে ডেকেছিলেন, তারপর তিনি আমার দিকে তাকান, তারপর তিনি আমার জন্য একটি শব্দ ব্যবহার করেন। আমি মনে মনে ভাবি, আমি ভাল পোশাক পরেছি? কেন তিনি আমার জন্য এই শব্দটি ব্যবহার করেছে? আমার খারাপ লাগছিল কিন্তু আমি প্রতিক্রিয়া জানাইনি।’
তিনি আরও বলেন 'যখন আমি চলে যাচ্ছিলাম, তিনি আমাকে থামিয়ে বললেন, আপনি কি জানেন আমি কেন আপনার সম্পর্কে এই শব্দটি ব্যবহার করেছি? আমি বললাম, 'না স্যার।' তিনি তখন স্পষ্ট করে বলেন, 'আমি তোমাকে সেই শব্দ বলেছি কারণ আমি এই শব্দটা ওয়াহিদা রেহমান বলে ডাকি'।
আরও পড়ুন: বদলে গেল 'ছাভা'-এর মুক্তির দিন! ‘পুষ্পা ২’র সঙ্গে সংঘর্ষ এড়াতেই কি এই সিদ্ধান্ত? কবে রিলিজ হবে ছবি?
পরে জরিনা মুম্বই ওয়াহিদা রেহমানের সঙ্গে দেখা করে তাঁকে পুরো ঘটনা জানান। তিনি ওয়াহিদাকে বললেন, 'আমি তোমার মতো দেখতে।' ওয়াহিদা জানান সম্ভবত আমাদের চোয়ালটা একই রকমের। জরিনা মতে, ওয়াহিদা কেবল ভদ্র আচরণ করছিলেন কারণ তাঁদের দুজনের মধ্যে কিছু মিল নেই। রাজ কাপুর সেদিন কী দেখেছিলেন তা তিনি জানেন না।