২০০১ সালে মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ছবি 'লগান'। বাকিটা ইতিহাস। বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করার পাশাপাশি অস্কারের দুয়ার পর্যন্ত পৌঁছে গেছিল এই ছবি। ভারতীয় সিনেমার ইতিহাসে তৈরি হয়েছিল নতুন মাইলফলক। ছবিতে মুখ্যচরিত্রে আমির খান থাকলেও, ছবির প্রতিটি পার্শ্ব চরিত্রে থাকা অভিনেতারা কেড়েছিলেন নজর। এতটাই জমাটি ছিল 'লগান' এর গল্প ও অভিনেতাদের কাজ। এঁদের মধ্যে অন্যতম ছিলেন ছবিতে 'লখা'-র ভূমিকায় অভিনয় করা যশপাল শর্মা। এই ছবির মুক্তির পর কুড়ি বছর কেটে গেছে কুড়িটি বছর। তা সত্ত্বেও ছবির সঙ্গে জড়িত খুঁটিনাটি স্মৃতি আজও উজ্জ্বল 'লগান' এর অভিনেতাদের মনে। সেরকমই এক মজার ঘটনা ফাঁস করলেন 'লখা'.
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই এক ঘটনা শেয়ার করেছেন যশপাল। কথায় কথায় জানালেন 'লগান' এর জন্য রীতিমতো অডিশন দিয়ে মনোনীত হওয়ার পর ছবির প্রযোজক তথা আমিরের ততকালীন স্ত্রী রিনা দত্তের কাছে তাঁকে যেতে বলা হয় পারিশ্রমিক নিয়ে আলোচনা করার ব্যাপারে। এ প্রসঙ্গে অভিনেতার জবানিতে,' এত বড় প্রযোজনার সংস্থার ছবি ছিল 'লগান' তাই প্রথমে ভেবেছিলাম পারিশ্রমিক বাবদ ১ লক্ষ টাকা দাবি করব। তারপর ভাবলাম না থাক, ৮০,০০০ চাইব। কিছুক্ষণ পর সেখান থেকে নেমে এলাম ৫০,০০০-এ। তবে যেহেতু সেইমুহূর্তে হাতে কোনও কাজ ছিল না আমার, বলতে গেলে বেকারই বসে ছিলাম তাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম ২০,০০০ টাকা পেলেও রাজি হয়ে যাবো!'

একটু থেমে 'লখা' আরও জানান,' শেষপর্যন্ত যখন রিনা দত্তের সঙ্গে দেখা করলাম, তিনি জানালেন যে তাঁদের যেহেতু একটা 'লিমিটেড' বাজেট রয়েছে তাই আমাকে ওঁরা ১.৫ লক্ষ টাকার বেশি দিতে পারবেন না। শুনে তো তখন আমি চমকে গেছি। কোনওরকমে মুখ ফুটে বললাম টাকার অঙ্কটা ২ লক্ষে পৌঁছতে পারে কি না। ওঁরা তাতেই রাজি হলেন। আমি তো তখন আনন্দে আত্মহারা। যা ভেবেছিলাম তার থেকে বহুগুণ বেশি পেলাম।'
প্রসঙ্গত, 'লগান' মুক্তির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি যশপালকে। বলিউডের বহু প্রথম সারির অভিনেতার সঙ্গে একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে, রবার্ট ডাউনি জুনিয়র, জেমস গান-এর মতো তাবড় তাবড় হলিউড ব্যক্তিত্বের অন্যতম প্রিয় ছবির তালিকায় রয়েছে 'লগান।'