বাংলার রাজনীতিতে সৌজন্যবোধের মামলায় দেবের জুড়ি মেলা ভার, তবে ঘাটালের তৃণমূল সাংসদকে জোরদার টেক্কা দিচ্ছেন বিজেপির বিধানসভা নির্বাচনের তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। একুশের ভোটে চণ্ডীতলা বিধানসভা আসন থেকে লড়ছেন যশ। আগামিকাল (শনিবার) চতুর্থ দফার ভোটে যশের ভাগ্য পরীক্ষা। আর ভোট যুদ্ধে নামবার ঠিক আগে তৃণমূল সাংসদ দেবের সঙ্গে লাঞ্চে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে টুইট করলেন যশ। ভাবছেন ব্যাপারটা কী? আসলে বৃহস্পতিবার শেষবেলার প্রচারে চণ্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের হয়ে চণ্ডীতলায় রোড শো করেন দেব। এদিন যশও দিনভর ব্যস্ত ছিলেন প্রচার নিয়ে। বিজেপির তারকা প্রার্থীর হয়ে এদিন জনসভায় হাজির হয়েছিলেন যোগী আদিত্যনাথ। দেবকে দেখতে রাস্তার দু-রাধে ভিড় জমিয়েছিলেন চণ্ডীতলার কয়েক হাজার মানুষ। সেই ভিড়ের ঝলক নিজের টুইটারে শেয়ার করেন দেব। যা রি-টুইট করে দেবকে পালটা বার্তা দিলেন যশ। এখন তিনি চণ্ডীতলার ঘরের ছেলে। তাই দেবকে নিজের গড়ে স্বাগত জানাতে না পারার জন্য কিছুটা মন খারাপ যশের। তিনি লেখেন, ‘চণ্ডীতলায় স্বাগত ভাই। এখানকার মানুষ ভালোবাসতে জানে, এঁদের আতিথেয়তা ভরপুর। লাঞ্চটা তোলা থাকল'।