টলিউডের গণ্ডি পেরিয়ে বম্বে পাড়ি জমিয়েছেন যশ দাশগুপ্ত। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম হিন্দি ছবি ইয়ারিয়াঁ ২। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমারকে। আর সেই ছবির প্রচার তাঁরা শুরু করলেন কলকাতা থেকেই।
হিন্দি ছবির প্রচার কলকাতা থেকে! এমনটা আগে হয়েছে বলে বিশেষ মনে পড়ছে না। তাহলে এমন উদ্যোগ নেওয়ার কারণ কী স্রেফ যশ বাঙালি বলে? উত্তরে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে যশ বলেন, 'হ্যাঁ, একেবারেই। ছবির নায়ক বাঙালি বলেই কলকাতা দিয়ে এর প্রচার শুরু হল। আমি আর দিব্যা তো কালীঘাটে পুজো দিলাম। ওকে একটা বহু প্রাচীন মিষ্টির দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাইয়েছি।' এই ছবিতে তো মিমি চক্রবর্তীর থাকার কথা ছিল। শেষ পর্যন্ত হল না কেন বিষয়টা? এই নিয়ে যশ বলেন, 'আমি তো পুরোটা জানি না, তবে আমি যতটা পরিচালকের কাছে শুনেছি মিমি সুযোগটা শেষ পর্যন্ত পায়নি। ওঁর জায়গায় একজন অন্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি আমরা। তিনি কে সেটা সময়ের সঙ্গে জানতে পারবেন।'
আরও পড়ুন: কেক কেটে ঈশানের জন্মদিন পালন, ছেলের জন্য কী প্রার্থনা করলেন নুসরত?