এই বছর গত ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। এই নয়দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। এই সময় কোথাও দুর্গাপুজো কোথাও নবরাত্রি পালিত হয়। রাজকোটে একটি জায়গায় নবরাত্রি পালনের সময় অভিনব কায়দায় গরবা করলেন মহিলারা। এদিন তাঁরা বাইক গাড়ি চালাতে চালাতে তরোয়াল নিয়ে গরবা করলেন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
লিংকডইনে একজন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন 'রাজকোটের মহিলারা বাইক এবং গাড়িতে করে তরোয়াল চালাতে চালাতে গরবা করছেন নবরাত্রির তৃতীয় দিনে।
ভিডিয়োতে মহিলাদের রাজপুতদের সাবেকি পোশাকে তলোয়ার রস নাচ করতে দেখা যাচ্ছে। এই মহিলারা সকলেই গুজরাটি কাজ করা লেহেঙ্গা পরেছিলেন। তাঁরা কেউ গাড়িতে বসে আছেন, কেউ আবার বাইকে। সবার হাতেই তরোয়াল। গাড়ি চালাতে চালাতে তাঁরা সকলেই হাওয়ায় তরোযাল ঘোরাচ্ছেন। রাজকোটের রাজবী প্যালেসে দেবী দুর্গার পুজোর সময় তাঁদের এই নাচ করতে দেখা যাচ্ছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে বলে রাখা ভালো এই তলোয়ার রস গুজরাটের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ইতিমধ্যেই দারুণ সাড়া পেয়েছে এই ভিডিয়ো। অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন: পর্ণা-সৃজনের কাছে হেরে ভূত! বন্ধ হচ্ছে নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম’, মুখ খুললেন নায়ক
আরও পড়ুন: ‘ভারতে দুটো জিনিস বিক্রি হয়—সেক্স আর শাহরুখ! বিস্ফোরক পর্নকাণ্ডে অভিযুক্ত শিল্পার বর
কী বলছেন নেটিজেনরা?
এক ব্যক্তি লেখেন, 'দারুণ। দেখেই মন ভালো হয়ে গেল।' 'ইনক্রেডিবল ইন্ডিয়া, কী সুন্দর' মন্তব্য আরেকজনের। 'এটা তো ঘোড়া বা উটের উপরেও করা যায়। তাই না?' প্রশ্ন আরেক নেটিজেনের। ইতিমধ্যেই প্রচুর ভিউজ পেয়েছে এই ভিডিয়োটা। বাহবা পাচ্ছেন শিল্পীরা।