যোগিতা বালি, এই নামটির সঙ্গে নতুন করে আলাপ করানোর হয়ত প্রয়োজন নেই। ৭-৮-এর দশকের জনপ্রিয় বলিউড নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। অথচ তিনি অভিনয় ছেড়ে দেন। শেষবার তাঁকে দেখা যায় 'আখরি বদলা' ছবিতে, তবে সেটাও ৩৪ বছর আগে। ১৯৮৯ মুক্তি পেয়েছিল 'আখরি বদলা' সেখানে যোগিতা বালির সঙ্গে মিঠুন চক্রবর্তীকেও দেখা যায়। ছিলেন প্রদীপ কুমার, প্রেম চোপড়া এবং টম অল্টারের মতো অভিনেতারাও। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থেকেও কেন অভিনয় থেকে দূরে চলে গেলেন যোগিতা বালি?
শুধু অভিনয় থেকে সরে যাওয়াই নয়, সংবাদমাধ্যমের সামনেও বিশেষ আসেননি যোগিতা। এমনকি বলিউডের পার্টি, সামাজিক অনুষ্ঠানেও তাঁকে কমই দেখা যায়। ২০১৩ সালে 'এনিমি' বলে একটি ছবির প্রযোজনা করেছিলেন তিনি, যে ছবিতে অবশ্য মিঠুন চক্রবর্তী ও সুনীল শেট্টি অভিনয় করেছিলেন। তবে সেজন্যও জনসমক্ষে বিশেষ আসেননি। সম্প্রতি এনিয়েই প্রশ্নের মুখোমুখি হতে হয় মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির ছোট ছেলে নমশি চক্রবর্তীকে। নমশি বলেন, ‘মা মাধ দ্বীপে (মুম্বইয়ের মালাডের সামনে) ওই বিশাল জায়গার মধ্যেই নিজের জীবন কাটাতে চান, যেখানে আমরা থাকি। মা ৪ বচ্চা নিয়ে ভীষণই ব্যস্ত থাকেন, আমাদের দেখাশোনা করেন। তার উপর আমাদের ১১ টি পোষ্য (কুকুর) আছে, মা ওদের সঙ্গেই ব্যস্ত থাকেন, কোথাও যেতে চান না।’
আরও পড়ুন-'বিনোদিনী অপেরা' দেখে মুগ্ধ, উপহার হাতে সোজা সুদীপ্তার বাড়িতে মুনমুন সেন