রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ব্রিটিশ রাজ পরিবারের একটা যুগ শেষ হল। ৯৬ বছর বয়সে ইংল্যান্ডের রানি প্রয়াত হলেন বৃহস্পতিবার। দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস ব্রিটেনের নতুন রাজা হবেন। মাত্র ২৫ বছর বয়সে রাজ সিংহাসনে বসেছিলেন তিনি। ৭০ বছর ধরে সিংহাসন সামলেছিলেন।
তবে জানা যায়, রাজকার্য পরিচালনার পাশাপাশি এলিজাবেথের নানা দিকে আগ্রহ ছিল। যার মধ্যে অন্যতম হল সিনেমা। রাজ পরিবারের উপর তৈরি কিছু সিনেমা ও সিরিজেও ভাগ নিয়েছিলেন। এমনকী, ভারত ভ্রমণের সময় কমল হাসানের সেটেও এসেছিলেন।
১৯৯৭ সালে মরুধানায়গম (Marudhanayagam) নামের একটি সিনেমা বানাচ্ছিলেন কমল হাসান। যা তৈরি হয়েছিল স্বাধীনতা যুদ্ধের বিপ্লবী মরুধানায়গমকে নিয়ে। ১৬ অক্টোবর ১৯৯৭ এমজিআর ফিল্মসিটিতে এই সিনেমার প্রিমিয়ার ছিল। আর তাতে মুখ্য অতিথি হিসেবে হাজির ছিলেন রানি। আর সেখানেই সিনেমার সেটে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন তিনি। আরও পড়ুন: ‘পেটে কী এসব’, ছোট পোশাকে রাস্তায় আসতেই দেখা গেল স্ট্রেচ মার্কস, ট্রোলড মালাইকা
ইংল্যান্ডের রানি সেটে আসার আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কমল হাসানের তৎকালীন স্ত্রী সারিকা রানিকে সাদরে অভ্যর্থনা জানান তিলক পরিয়ে, আরতি করে ও গলায় মালা দিয়ে। শোনা যায় প্রায় ২০ মিনিট সেটে ছিলেন তিনি। এমনকী সেই সিনেমার একটা যুদ্ধের দৃশ্যেও দেখা মিলেছিল দ্বিতীয় এলিজাবেথের। তখনকার সময়েই ১.৫ কোটি টাকা খরচ করা হয়েছিল ওই যুদ্ধের দৃশ্যের পিছনে। আরও পড়ুন: ‘মন থেকে দাসত্ব যায়নি এদের’, ব্রিটেনের রানির প্রয়াণে শোক করে ট্রোলড শুভশ্রী