আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই শেষ হবে মহাকুম্ভ। আবার ১৪৪ বছরের অপেক্ষা। আর তার আগে এই পুণ্য সময়ে যতজন মানুষ পারছেন মহাকুম্ভে গিয়ে স্নান করছেন। কিন্তু সদ্যই একটি রিপোর্টে জানানো হয়েছে এই জল নাকি দূষিত। তারপরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা ইন্ডিয়ান আইডলের বিচারক বিশাল দাদলানি।
আরও পড়ুন: 'পেশির জোরের বদলে মগজের খেল' দেখাতে রক্তবীজ ২-তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কুশ! থাকছে আর কোন চমক?
কী ঘটেছে?
ইতিমধ্যেই কোটি কোটি মানুষের সমাগম হয়েছে মহাকুম্ভে। ভিভিআইপি থেকে আম আদমি সকলেই ১৪৪ বছর পর এই পুণ্য মহাকুম্ভে যোগ দিতে চেয়ে এসেছেন প্রয়াগরাজ। আর তাতেই এত মানুষের মল মূত্র তো আছেই, সঙ্গে স্নান করার ফলে গঙ্গার জলে ছড়িয়েছে ব্যাকটেরিয়া। তাও বিপুল পরিমাণে। আর এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তবে রিপোর্ট যত যাই বলুক, সেই কথা মোটেই মানতে চান না উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ এই রিপোর্টকে মানতে নারাজ। তাঁর মতে এই জল অতি পবিত্র, এটাকে চাইলে পান পর্যন্ত করা যায়। আর তাঁর এই কথার পরই তাঁকে কটাক্ষ করলেন বিশাল দাদলানি।
বিশাল দাদলানি এদিন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি খবর ভাগ করেন। একই সঙ্গে যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বিদ্রুপ ছুঁড়ে লেখেন, 'নিন্দুকদের নিয়ে অত ভাববেন না স্যার। আমরা আপনাকে বিশ্বাস করি। আপনি গিয়ে সোজাসুজি নদী থেকে এই পবিত্র জল পান করে দেখান ক্যামেরার সামনে।'

তিনি এদিন আরও একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে লেখেন, 'আপনি যদি পেট খারাপ, কলেরা, কৃমি, আমাশার লক্ষ লক্ষ কেসের কথা দেখতে না পারেন, বা সেগুলো নিয়ে যদি আপনি আশঙ্কা না করেন তাহলে আপনি সত্যিই বিশেষ ক্ষমতার অধিকারী। তাহলে যান ওই নর্দমায় গিয়ে নিজে আর নিজের পরিবারের সবাই মিলে জল খান। ডুব দিন। আপনাকে ঈশ্বর আরও সাহস দিক।'
আরও পড়ুন: 'গ্রেফতার করা উচিত...' জীবিত অরুণ মুখোপাধ্যায়কে ‘মৃত’ বানিয়ে ফেলা! ক্ষোভে ফুঁসে উঠলেন ছেলে সুজন
তবে এই প্রথমবার যে তিনি মহাকুম্ভ নিয়ে কটাক্ষ করলেন সেটাই নয়। এর আগেও পদপিষ্টের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। বলেছিলেন পদপিষ্টের ঘটনা নিয়ে তেমন কোনও প্রতিক্রিয়া না থাকলেও সময় রায়না, রণবীর আল্লাহবাদিয়া কী বলেছেন সেটা নিয়ে ব্যস্ত হচ্ছেন।