শুরু হতে চলেছে ICC-ওয়ার্ল্ড কাপ ২০২৩। ৫ অক্টোবর থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির কাছে গিয়েছে অনুরাগীদের অসংখ্য অনুরোধ। আর সবটাই বিশ্বকাপ দেখার টিকিট চেয়ে। এবার তারই জবাব দিয়েছেন বিরাট। লিখেছেন, ‘টিকিট না চেয়ে বাড়িতে আরাম থেকে টুর্নামেন্ট দেখুন।’
বিরাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা পোস্টে লিখেছেন, ‘যেহেতু আমরা বিশ্বকাপের কাছাকাছি চলে আসছি, আমি বিনীতভাবে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ জানাতে চাই যে টুর্নামেন্টের দেখার জন্য আমাকে টিকিটের জন্য অনুরোধ করবেন না। এর থেকে নিজেদের বাড়িতে বসে আরাম করে টুর্নামেন্ট উপভোগ করুন।’ এদিকে আবার বিরাট কোহলির এই ইনস্টাগ্রাম পোস্ট পুনরায় টুইট করে টুইটারে মজা করে একটি পোস্ট করেছেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। অনুষ্কা লিখেছেন, ‘ এখানে আমারও কিছু বক্তব্য আছে। আপনাদের অনুরোধের উত্তর না পেলে সাহায্য করার জন্য আমাকেও অনুরোধ করবেন না প্লিজ। বোঝার জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন-শাহিদ তখন মাত্র ৬, ২য় বিয়ে করেন বাবা, সৎ ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুপ্রিয়া
আরও পড়ুন-Exclusive Prosenjit: 'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এদিকে জোর গুঞ্জন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা নাকি দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন। কিছুদিন আগেই শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলে বিশ্বকাপের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন জরুরী ভিত্তিতে বিমান ধরে মুম্বই ফিরে আসেন বিরাট। আর তাতে অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও দৃঢ় হয়। যদিও এবিষয়ে বিরাট বা অনুষ্কা কেউই মুখ খোলেননি।
প্রসঙ্গত, গত ৪ বছর হল বিয়ে হয়েছে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির। ২০২১-এ প্রথমবারের জন্য বাবা-মা হন এই তারকা দম্পতি। সম্প্রতি মেটারনিটি ক্লিনিকের বাইরেও দেখা গিয়েছে অনুষ্কাকে। অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা পোশাক, আর তাতেই গুঞ্জন আরও দৃঢ় হয়েছে।