সালটা ২০১৭। ইতালিতে রাজকীয় না স্বপ্নীল পরিবেশ চার হাত এক হয়েছিল বিরাট এবং অনুষ্কার। মাঝে কেটে গিয়েছে ছয়টা বছর। একসঙ্গে এক ছাদের তলায় থেকে ছয় বছর কাটিয়ে আরও যেন একে অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিরাট অনুষ্কা। ষষ্ঠ বিবাহবার্ষিকীর পোস্টেও সেটার ইঙ্গিত ধরা পড়ল, যদিও এদিন দেরি করেই সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে শুভেচ্ছা জানান তাঁরা।
বিবাহবার্ষিকীতে বিরাট এবং অনুষ্কার পোস্ট
২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বলিউডের অন্যতম পছন্দের এবং সেরা জুটি হলেন তাঁরা। মাঝে মধ্যেই পারফেক্ট কাপল গোলসের উদাহরণ দিয়ে থাকেন বিরুষ্কা। দেখতে দেখতে এ হেন পাওয়ার কাপল তাঁদের ষষ্ঠ বিবাহবার্ষিকী কাটিয়ে ফেললেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় লিখলেন এক আদুরে পোস্ট।
আরও পড়ুন: মির্জার জন্য প্রেমিকাই পছন্দ! সাফাই দিয়ে অঙ্কুশ বললেন, 'আজকালকার নায়িকারা অভিনয় ছাড়া...'
এদিন অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বিরাট কোহলির সঙ্গে। তাঁদের দুজনের পরনেই ছিল কালো পোশাক। বরের গলা জড়িয়ে গালে গাল ঠেকিয়ে আদুরে ভঙ্গিমায় ছবি তোলেন অভিনেত্রী। সেটা পোস্ট করে লেখেন, 'ভালোবাসায় পরিপূর্ণ একটি দিন কাটল পরিবার এবং বন্ধুদের সঙ্গে। ইনস্টাগ্রামে পোস্ট করতে দেরি করে ফেললাম কী? অন্তহীনের ৬ বছর পূর্ণ হল আমার ভালোবাসার সঙ্গে।' তাঁর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। সামান্থা রুথ প্রভু লেখেন 'পছন্দের জুটিকে শুভ বিবাহবার্ষিকী।' পিভি সিন্ধু লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী।' এক অনুরাগী আবার লেখেন, 'বিশ্বকাপের পর এই প্রথম চিকু ভাইকে (বিরাট) হাসতে দেখছি।' আরেকজনের মতে, 'জাস্ট লুকিং লাইক এ ওয়াও।'
বিরাটও এদিন পোস্ট করেছেন তাঁর প্রোফাইলে। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে অনুষ্কা প্রায় তাঁর পিছনে লুকিয়ে তাঁকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখে লেগে চওড়া হাসি। এই ছবিটি পোস্ট করে তিনি একাধিক ইমোজি পোস্ট করেন।
প্রসঙ্গত এদিন অনুষ্কা এবং বিরাট দুজনই তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতেও একাধিক ছবি পোস্ট করেন, যেখানে তাঁদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে কেক কাটতে দেখা যাচ্ছে। কোনও পরিচিত মুখ ছিল না এদিনের হাউজ পার্টিতে। কেবল তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়েই ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করেন বিরুষ্কা।

বিরাট এবং অনুষ্কার হাউজ পার্টি

হাউজ পার্টিতে মজা বিরুষ্কার
বিরাট অনুষ্কার প্রসঙ্গে
২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন বিরাট এবং অনুষ্কা। ২০২১ সালে তাঁদের মেয়ে ভামিকার জন্ম হয়। শোনা যাচ্ছে এখন আবার অনুষ্কা দ্বিতীয়বারের জন্য গর্ভবতী। যদিও এই তারকা জুটির তরফে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।