অভিনয় করেন, আবার মাঝে মধ্যে একান্তে সময় কাটাতে প্রতিবছর কিছুটা সময় জঙ্গলে একান্তে কাটাতে চলে যান বিদ্যুৎ জামওয়াল। মাঝে নাকি অভিনয় ছেড়ে সার্কাসে যোগ দিয়েছিলেন বিদ্যুৎ জামওয়াল! খবরটা জানেন? কি শুনেই চমকে গেলেন তো? তবে কথাটা ভীষণভাবেই সত্যি। একটুও বাড়িয়ে বলছি না। কিন্তু কেন? একথা নিজেই অকপটে জানিয়েছেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল।
কিন্তু অভিনয় ছেড়ে শেষপর্যন্ত সার্কাসে কেন?
তাহলে খোলসা করেই বলা যাক। বিদ্যুৎ জামওয়ালকে শেষবার দেখা গিয়েছিল ক্র্যাক: জিতেগা তো জিয়েগা (২০২৪) ছবিতে। যে ছবিতে তিনি শুধু অভিনয়ই নয়, সহ-প্রযোজক হিসাবেও ছিলেন। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর তাতেই বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হন বিদ্যুৎ। সম্প্রতি এবিষয়েই জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত খোলসা করেন বিদ্যুৎ। আর্থিক ক্ষতি পূরণের জন্যই নাকি তিনি সার্কাসে যোগ দিয়েছিলেন। আর তাতেই মাত্র তিন মাসের মধ্যেই সেই ক্ষতি পুষিয়ে নেন তিনি।
ঠিক কী বলেছেন বিদ্যুৎ জামওয়াল?
বিদ্যুৎ বলেন, 'সম্প্রতি 'ক্র্যাক' মুক্তি পায়, আমরা যতটা আশা করেছিলাম ততটা ভালো ফল করতে পারি নি। আর তখন আমার জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমি কীভাবে এর মোকাবেলা করব। আর্থিৎ পর চারিদিক থেকে অনেক পরামর্শ আসতে থাকে। (থেকে) অতীতে যাঁরা এমন ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেই বন্ধুরা আমার পাশে ছিলেন, অনেক পরামর্শও দিয়েছেন। তবে আমার পক্ষে সমস্ত পরামর্শ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা গুরুত্বপূর্ণ ছিল।'
‘আমি ঋণমুক্ত, এ এক অলৌকিক ঘটনা’
বিদ্যুৎ বলেন, 'ক্র্যাক মুক্তির পর আমি ফ্রেঞ্চ সার্কাসে যোগ দিয়েছিলাম। যেটা আমার একটা বন্ধুর সার্কাস যোগ দিই। সেখানে অভিজাত মানুষদের সঙ্গে প্রায় ১৪দিন সেখানে কাটিয়েছি। এরপর আমি বাড়ি ফিরে এসে ভাবলাম, নিজেকে বোঝালাম, যে ‘ঠিক আছে, আমি এত কোটি টাকা হারিয়েছি কারণ, এনিয়ে আমার কোনও ধারণাও ছিল না। তাই কী করা যাবে? তবে অলৌকিক ঘটনা যে এর তিন মাসের মধ্যে ঋণমুক্ত হয়ে যাই।’
অভিনেতা আরও বলেন যে তাঁর বন্ধুরা তাঁকে অনেকেই জিগ্গেস করেছেন, যে তিনি কীভাবে ঋণমুক্ত হয়েছেন? তাঁর উত্তর ছিল যে তিনি এটা নিয়ে কোনও চাপ নেন নি' এবং তার আর্থিক হিসাবে ও পরিকল্পনা কার্যকর করেছেন।
পরিচালক আদিত্য দত্তের সঙ্গে 'ক্র্যাক' ছবিতে কাজ করেন বিদ্যুৎ। তিনি ছাড়াও ছবিতে ছিলেন নোরা ফাতেহি, অ্যামি জ্যাকসন এবং অর্জুন রামপালরা ছিলেন। বিদ্যুৎ ও আব্বাস সৈয়দ প্রযোজিত ছবিটি ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। এপ্রিল থেকে এটা ডিজনি + হটস্টারেও দেখা যাচ্ছে।