আজকালকার এই ডিজিটাল থুড়ি সোশ্যাল মিডিয়ার যুগে সবটাই অতি রঙিন। অতিরঞ্জিত। বর্ষবরণের অনুষ্ঠান যেন বাস্তবে জমজমাট তেমনই টিভির পর্দাতেও। এরই মাঝে ১৯৯০ সালের একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। সেই সময় টিভি বলতে দূরদর্শন বুঝতেন সকলে। সেই দূরদর্শনের পর্দায় কীভাবে বর্ষবরণের অনুষ্ঠান দেখানো হতো, কী থাকত সেখানে সেগুলোই এই ভিডিয়োতে উঠে এসেছে।
ভাইরাল ১৯৯০ এর দূরদর্শনের বর্ষবরণের ঝলক
সেই জনপ্রিয় আক্কার বাক্কার বম্বে বু ধারাবাহিকের একটি পুরনো ক্লিপ ২০২৪ সালের প্রথম দিন সকলকে সেই পুরনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল। সেখানে দেখা যাচ্ছে ১৯৯০ সালের বর্ষবরণের অনুষ্ঠান উপলক্ষ্যে বলিউডের এক ঝাঁক তারকা তাতে পারফর্ম করেছেন। কে নেই সেখানে? শাবানা আজমি থেকে শুরু করে শাম্মি কাপুর, ওমরিশ পুরি, শত্রুঘ্ন সিনহা সহ অনেকেই আছেন। তাঁদের সকলকে একটি গানে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: পাঠানকে ছাপিয়ে গেল অ্যানিম্যাল, শাহরুখের রেকর্ড ভেঙে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির খেতাব রণবীরের ছবি
আরও পড়ুন: শাহরুখ-সলমনের ছবির অনুপস্থিতিতে দায়িত্ব হৃতিক-প্রভাসদের কাঁধে, বজায় থাকবে কি ২০২৩ এর বক্স অফিস সাফল্যের ধারা?
এক ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'স্কুলে পড়তাম যখন তখন দূরদর্শনের বর্ষবরণের অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকতাম। ১৯৯০ সালে এ ভাবে সেখানে বর্ষবরণ করা হয়েছিল।