‘ডাঙ্কি’র চিত্রনাট্য অনুযায়ী গুন্ডাদের হাতে বেদম মার খাওয়ার কথা ভিকি কৌশলের। আর সেই অ্যাকশন দৃশ্যের ডিরেক্টর ছিলেন ভিকির বাবা শ্যাম। রাজকুমার হিরানি সাক্ষাৎকারে বলেন, ‘শ্যাম নিজেই ওই অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় সেটে ছিলেন। শ্যুটিং শুরু হওয়ার পর আমি দেখলাম, বাবার লোকজনের হাতেই মার খাচ্ছে ভিকি! ’
ভিকি কৌশল
শ্যুটিংয়ে গিয়ে বাবার হাতে তৈরি গুন্ডাদের হাতেই মার খেলেন অভিনেতা ভিকি কৌশল। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই যে ঘটেছে। আর এটা ঘটে খোদ কিং খান অভিনীত 'ডাঙ্কি'র সেটে। তাহলে একটু খোলসা করেই বলা যাক…
অনেকেই হয়ত শুনে থাকবেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল, বলিউডের নামজাদা অ্যাকশন ডিরেক্টর। আর 'ডাঙ্কি'র অ্যাকশন দৃশ্যের জন্য সেই শ্যাম কৌশলের উপরই ভরসা করেছিলেন পরিচালক রাজকুমার হিরানি। এক সাক্ষাৎকারে হিরানি জানিয়েছেন, এর আগে তাঁর কোনও ছবিতেই অ্যাকশন দৃশ্য ছিল না। শাহরুখ অভিনীত ‘ডাঙ্কি’তেই প্রথমবার সেটা ঘটেছে। তাঁর অ্যাকশনের অভিজ্ঞতা কম, তাই এক্ষেত্রে চোখ বন্ধ করে ভিকির বাবা শ্যাম কৌশলের উপর ভরসা করেছেন তিনি। অগত্যা সেই দায়িত্ব নিজের ঘাড়ে যত্ন করে তুলে নেন শ্যাম কৌশল।
‘ডাঙ্কি’র চিত্রনাট্য অনুযায়ী গুন্ডাদের হাতে বেদম মার খাওয়ার কথা ভিকি কৌশলের। আর সেই অ্যাকশন দৃশ্যের ডিরেক্টর ছিলেন ভিকির বাবা শ্যাম। রাজকুমার হিরানি সেপ্রসঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘শ্যাম নিজেই ওই অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় সেটে ছিলেন। শ্যুটিং শুরু হওয়ার পর আমি দেখলাম, বাবার লোকজনের হাতেই মার খাচ্ছে ভিকি! ’