ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানা ছাবা-র প্রথম গান জানে তু-তে মারাঠা রাজা সম্ভাজি মহারাজ এবং স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের রসায়ন ফুটে উঠেছে।
Ad
রশ্মিকাকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে যাচ্ছেন ভিকি
ক্যাটরিনাকে ছেড়ে আপাতত রশ্মিকার যত্ন নিচ্ছেন ভিকি কৌশল! ছবির কোনও অনুষ্ঠানে যাতে রশ্মিকার অসুবিধা না হয়, সেটা সবসময় খেয়াল রাখছেন ভিকি। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর ‘ছাবা’র গান রিলিশ অনুষ্ঠানেও জখম রশ্মিকার যত্ন নিলেন ভিকি কৌশল।
৩১ জানুয়ারি হায়দরাবাদে আয়োজিত হয় 'ছাবা'র গান 'জানে তু'-র প্রকাশ অনুষ্ঠান। আর তাই এবার রশ্মিকার শহর হায়দরাবাদে উড়ে গিয়েছিলেন ভিকি। এদিকে পায়ে চোট পাওয়ার পর রশ্মিকা এই মুহূর্তে এক্কেবারেই হাঁটতে পারছেন না। অগত্যা হুইল চেয়ারই তাই ভরসা। তাই হায়দরাবাদের গান রিলিশ অনুষ্ঠানেও তিনি হাজির হলেন হুইল চেয়ারে বসে। আর সেই হুইল চেয়ার ঠেলে নিয়ে এলেন তাঁর পর্দার স্বামী। শুধু তাই নয় মঞ্চে ওঠার পর হুইল চেয়ারে বসা রশ্মিকার জন্য তাঁর পাশে হাঁটু মুড়ে বসে পোজ দিলেন ভিকি। এদিন নিজের পরিস্থিতির জন্য একটু লাজুকই দেখাল রশ্মিকাকে। এদিকে ভিকির এই নমনীয় মনোভাবে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
এদিক ভিকি পরেছিলেন বেগুনি কুর্তা ও পায়জামা। আর রশ্মিকার পরনে ছিলেন গোলাপী-কমলা ও হলুদের মিশ্রনে একটি উজ্জ্বল সালোয়ার কামিজ। এদিকে এর আগে মুম্বইয়ে 'ছাবা'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও রশ্মিকাকে ধরে ধরে মঞ্চে তোলেন ভিকি। রশ্মিকা তখন ভিকির হাত ধরে খোঁড়াতে খোঁড়াতে সেখানে হাজির হয়েছিলেন।