জওয়ান ছবিটি সাফল্য পাওয়ার পরই নতুন কাজ শুরু করে দিয়েছেন অ্যাটলি কুমার। তাঁর এই ছবিতে এবার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। এখনও পর্যন্ত ছবিটির নামকরণ করা হয়নি, তবে এটিকে আপাতত ভিডি ১৮ বলেই ডাকা হচ্ছে। আর এই ছবির শুটিং করতে গিয়েই আহত হয়েছেন বরুণ।
শুটিংয়ে আহত হয়েছেন বরুণ
ভিডি ১৮ ছবির শুটিংয়ে আহত হয়েছেন বরুণ ধাওয়ান। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আঘাতের কথা জানিয়ে তিনি লিখেছেন পায়ে আঘাত পেয়েছেন অ্যাটলির ছবির শুটিং চলাকালীন। পায়ের একটি ছবি পোস্ট করে অভিনেতা জানান একটি লোহার রডে বাড়ি খেয়ে পায়ের এই অবস্থা হয়েছে তাঁর।
আরও পড়ুন: অ্যাডভান্স বুকিংয়ে সালারের থেকে পিছিয়ে ডাঙ্কি! এখনও পর্যন্ত শাহরুখের ছবির ঝুলিতে এল কত?
আরও পড়ুন: পঞ্জাবি মতে বিয়ে সারলেন বাঙালি কন্যে সায়নী দত্ত, অভিনেত্রীর বিয়ের গয়নায় ছিল কোন চমক?
অভিনেতা যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তাঁর পা ফুলে গিয়েছে, এমনকি লাল লাল দাগ হয়ে গিয়েছে অভিনেতার পায়ে। একটি ছোট্ট টুলের উপর পা তুলে রাখতে দেখা যায় অভিনেতাকে। এই ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'লোহার রডে আঘাত লেগে পা ফুলে গিয়েছে।' একই সঙ্গে তিনি কান্নার একটি ইমোজি পোস্ট করেন।
তবে এটাই প্রথমবার নয় যখন অভিনেতা আঘাত পেলেন। এই কাজে এর আগে আরও একবার তিনি আহত হয়েছিলেন। সেপ্টেম্বর মাসে অভিনেতা একটি ভিডিয়ো পোস্ট করেছিলাম সেখানেও তিনি জানিয়েছিলেন শুটিং করতে গিয়ে তাঁর পায়ে লেগেছে। সেই ভিডিয়োতে তাঁকে পায়ে বরফ ঘোষতে দেখা যাচ্ছিল। তিনি এই ছবি ক্যাপশনে লেখেন, 'শুটিং করতে গিয়ে আমি পায়ে আঘাত পেয়েছি। কিন্তু কীভাবে ব্যথা পেয়েছি জানি না। কিন্তু আপাতত এই কাজটাই করছি।'
আরও পড়ুন: পর্দায় বউকে নির্যাতন করলেও বাস্তবে কেমন দ্রোণ? হিসেব কষে কী বললেন কার কাছে কইয়ের অভিনেতা

বরুণের নতুন স্টোরি
বরুণের আগামী ছবি
বরুণ ধাওয়ান পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে এটি একটি অ্যাকশনে ভরপুর ছবি। রয়েছে ভরপুর বিনোদন। তাঁর কথা অনুযায়ী, 'আমি আমার সেরাটা দিচ্ছি এই ছবির জন্য।' অ্যাটলি পরিচালিত এই ছবিতে বরুণ ধাওয়ান ছাড়াও রয়েছেন কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, প্রমুখ।