
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পুরো ঘেঁটে ঘ! উত্তেজনার বশে সহ-অভিনেতা পবন কল্যাণকে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন উর্বশী রাউতেলা! টুইটারে এদিন তাঁর আসন্ন ছবি ‘ব্রো দ্য অবতার’ ছবির বিষয়ে লিখতে গিয়েই তিনি এদিন এই কাণ্ড ঘটান। তাঁর এই পোস্টের পর ১৬ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও তিনি না সেটা এডিট করেছেন না ডিলিট করেছেন। আর অভিনেত্রীর এই কাণ্ড দেখেই শুরু হয়েছে ট্রোল।
অভিনেত্রী এদিন তাঁর দুই সহ-অভিনেতা পবন কল্যাণ এবং সাই ধরম তেজের সঙ্গে ছবি শেয়ার করে বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটার যা এখন এক্স নামেই পরিচিত সেখানে লেখেন 'অন্ধ্র প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে আমাদের ছবি ব্রো দ্য অবতারে স্ক্রিন ভাগ করতে পেরে আমি দারুণ খুশি। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি। এখানে একজন উদ্ধত ব্যক্তির গল্প বলা হবে যাঁকে তাঁর মৃত্যুর পর তাঁর ভুলগুলো শুধরানোর সুযোগ দেওয়া হয়েছে।'
এক ব্যক্তি সেখানে লেখেন, 'অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী? কীভাবে?' আরেকজন লেখেন, 'আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি পবন কল্যাণ জন সেনার প্রেসিডেন্ট তিনি আমাদের মুখ্যমন্ত্রী নন। জগন মোহন রেড্ডি হলেন আমাদের মুখ্যমন্ত্রী।' কেউ কেউ আবার জগন মোহন রেড্ডির ছবি পোস্ট করে লেখেন, 'এঁকে আগে দেখেছেন?' কেউ আবার তাঁর ভুল শুধরে বলেন, 'উর্বশী উনি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী তো দূর উনি এমএলএ নন পর্যন্ত।'
উর্বশীর টুইট
জন সেনা পার্টির প্রেসিডেন্ট হলেন পবন কল্যাণ। এই রাজনৈতিক দলটি আদতে অন্ধ্র প্রদেশের বিরোধী দল। রাজনীতির পাশাপাশি পবন অত্যন্ত দক্ষতার সঙ্গেই অভিনয় করে চলেছেন।
প্রসঙ্গত শুক্রবার রিলিজ করার পরপরই ‘ব্রো দ্য অবতার’ -এর পাইরেটেড কপি অনলাইনে লিক করে গিয়েছে। এই ছবিতে পবন কল্যাণ, উর্বশী রাউতেলা, সাই ধরম তেজ, কেতিকা শর্মা, রোহিণী মলেত্তি, প্রমুখ রয়েছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports