
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইতিমধ্যেই শেষ হয়েছে সারেগামাপা। গ্র্যান্ড ফিনালে এপিসোডের টিআরপি আসবে আগামী সপ্তাহে। কিন্তু প্রি-ফিনালে এপিসোডেও কামাল করে দেখালো জি বাংলার এই রিয়ালিটি শো। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের গানের শো পাত্তাই পেল না সারেগামাপা-র সামনে। গোটা সিজনে মাত্র একবার ডান্স ডান্স জুনিয়রের সঙ্গে স্লট ভাগ করে নিতে হয়েছিল সারেগামাপা'কে, বাকি সময় নিজের আধিপত্য বজায় রেখেছে এই শো।
চলতি সপ্তাহে ৫.৮ নম্বর নিয়ে যৌথভাবে টিআরপি তালিকায় শ্রেষ্ঠ নন-ফিকশন শো সারেগামাপা। চ্যানেলেরই অপর জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’-এর সঙ্গে সেরার আসন ভাগ করে নিল সারেগামাপা। অন্যদিকে মাত্র ৩.৪ নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হল ‘সুপার সিঙ্গর ৪’কে। প্রতিপক্ষের সঙ্গে এই শো-এর ব্যবধান ২.৪! গত কয়েক সপ্তাহ ধরে টানা এক নম্বর ধারাবাহিক স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার রসায়ন থেকে চোখ ফেরানো দায়, তবে রিয়ালিটি শো-এর ক্ষেত্রে কিন্তু জি বাংলার জুড়ি মেলা ভার। শুধু শো-এর সংখ্যাই নয়, নন-ফিকশনের টিআরপির মামলাতেও বরাবরই প্রতিপক্ষকে গোল দেয় এই চ্যানেল। এবারও তার ব্যতিক্রম হল না।
‘সুপার সিঙ্গার সিজন ৪’- (Super Singer 4) টিআরপি শুরু থেকেই হতাশাজনক। কিছুতেই ৩-এর গণ্ডি পার করতে পারছে না এই শো। আগামী সপ্তাহেও তো সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে এপিসোডের সঙ্গে টক্করের রেজাল্ট, সেখানেও হালে পানি পাবে না সুপার সিঙ্গাররা।
এক নজরে নন-ফিকশন জঁরের টিআরপি-
দিদি নম্বর [সানডে ধামাকা] (৫.৮)
সারেগামাপা (৫.৮)
সুপার সিঙ্গার ৪ (৩.৪)
ঘরে ঘরে জি বাংলা (১.৩)
সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের ট্রফি উঠেছে পদ্মপলাশ এবং অস্মিতার হাতে। টানা সাত মাসের সফর শেষ, নতুন জার্নি শুরুর পালা। চলতি সপ্তাহ থেকে জি বাংলায় শুরু হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’। এইবারের সবচেয়ে বড় চমক হল ১০ বছর পর মহাগুরুর আসনে মিঠুনের কামব্যাক। এক কথায় ‘ঘর ওয়াপসি’। পাশাপাশি অনুষ্ঠানের গ্ল্যামার কোশেন্ট বাড়াতে থাকছেন মৌনি রায়। পাশাপাশি দেখা মিলবে দুই টলি সুন্দরী শুভশ্রী ও শ্রাবন্তীর। সঞ্চালকের ভূমিকায় দেখা মিলবে অঙ্কুশের। জিতের অনুপস্থিতির জেরে খানিক হতাশ তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন-পরনে নেই ব্লাউজ! সিঁদুর-চন্দনে সেজে স্বস্তিকা লিখলেন, ‘বিয়ের সানাই বাজছে’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
6.88% Weekly Cashback on 2025 IPL Sports