
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
খড়কুটো ধারাবাহিকে কাজ করার সময় থেকেই প্রেম হয়েছিল সায়ন্ত মোদক আর প্রিয়াঙ্কা মিত্রের। তবে সেই প্রেমের মেয়াদ ছিল কয়েকমাস মাত্র। ২০২৩ সালের মার্চ মাসে শোনা গিয়েছিল তাঁদের বিচ্ছেদের। আর এরপর এপ্রিলে দিদি নম্বর ১-এ এসে সায়ন্তর সঙ্গে প্রেম ভাঙাতে শিলমোহরও দিয়ে গিয়েছিল। আর ঠিক এক বছর পর দিদি নম্বর ১ থেকেই খোঁজ মিলল প্রিয়াঙ্কার নতুন প্রেমিকের।
দিদি নম্বর ১-এর ফ্যামিলি উইকে দাদার সঙ্গে এসেছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই জানা গেল, অভিনেত্রীর নতুন প্রেমের খোঁজ। প্রিয়াঙ্কার দাদা নিজে ফ্যাশন ফোটোগ্রাফার। তাঁর নিজের একটি স্টুডিয়োও আছে। বোনই ছিল প্রথম মডেল।
আরও পড়ুন: স্ট্রোক ডালহৌসিতে পাইস হোটেল চালানো নন্দিনীর, বন্ধ হয় দোকানে আসা, এখন কেমন আছেন?
দাদা-বোন আসা মানে খুনসুঁটি তো হবেই। ছোট থেকেই নাকি বেশ বকাঝকা খেতেন শুভঙ্কর । এমনকী, বোনের জন্য ঝগড়াও করেছেন। তবে একে-অপরের সবচেয়ে ভালো বন্ধু। কোনও সিক্রেট রাখেন না। আর তাই বোনের নতুন প্রেমও অজানা নেই দাদার।
রচনাই তুললেন প্রসঙ্গ? টিভিতে নেতিবাচক রোলে অভিনয় করা প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন, ‘এখন গুণ্ডাগিরিটা কার উপর করছ?’ তাতে শুভঙ্করই জবাব দেন, ‘আছে ওই একমাত্র…’ পাশ থেকে সামাল দিতে প্রিয়াঙ্কা বলে ওঠেন, ‘দাদা। সবকিছু দাদা…’
আরও পড়ুন: মেয়ের সব দায়িত্ব ‘সিঙ্গেল ফাদার’ অভিষেকের কাঁধে, চুল বেঁধে পাঠালেন স্কুলে, সামনে এল ছবি
তবে শুভঙ্কর মানতে রাজি নন এই দাবি। মুখের ভাব দেখে বুঝে যান রচনাও। বলে ওঠেন, ‘দাদা ব্যস্ত মানুষ। দাদার উপর গুণ্ডাগিরি সম্ভব নয়। সে কি আমাদের ইন্ডাস্ট্রির মানুষ?’ যাতে সহমত হন প্রিয়াঙ্কা। জানান, বাবা-মাও জানে সবটা। এমনকী, সব ঠিক হয়ে গেলে পাশে নিয়ে দিদি নম্বর ১-এ আসবেন বলেও কথা দেন।
রচনা আরও জানতে চেয়েছিলেন, ‘বাবা-মার ভালো লেগেছে তো?’ তাতে শুভঙ্করেরই জবাব, ‘অবশেষে’!
আরও পড়ুন: পরিচালক প্রেমিক থাকতেই নাকি অন্য প্রেমে জড়িয়েছিলেন এই টলি-নায়িকা, এখন সিঙ্গেল, বলুন তো কে
এর আগেরবার দিদি নম্বর ১-এর মঞ্চে নাম না নিয়ে সায়ন্তর ব্যাপারে প্রশ্ন করতেই, প্রিয়াঙ্কার জবাব ছিল, ‘এবার একটা সুস্থ প্রেম করতে চাই’। সঙ্গে জানিয়েছিলেন তাঁর আগের প্রেমগুলিও নাকি ছিল বেশ গণ্ডগোলের। বলেছিলেন, ‘এর আগে একজন ছিল যে দু মিনিট পরপর ফোন করে জানতে চাইত বাবু খেয়েছো, বাবু কী করছো। এরপর আরেকটা প্রেম করলাম সে আবার গায়েব হয়ে যায় দিনের পর দিন। জানিই না কোথায় আছে। কী করছে। আমি ফোন করছি পাত্তা নেই। এবার ঠিক করেছি যদি প্রেম করি, বিয়ে করি তাহলে সুস্থ-স্বাভাবিক মানুষের সঙ্গে করব।’
৳7,777 IPL 2025 Sports Bonus