
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সামাজিক মাধ্যমে ফের একবার খোলামেলা অবতারে দেখা মিলল অনন্যা গুহর। ‘কৃষ্ণকলি’র মুন্নি চরিত্র দিয়ে তিনি শিশুশিল্পী হিসেবে জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। আপাতত বেশ কিছু হিট সিনেমায় কাজ করছেন তিনি। সঙ্গে চর্চায় তাঁর প্রেম জীবনও। কিন্তু এরই মাঝে সকলকে চমকে দিলেন গোলাপি রঙের বিকিনি পরে।
সুইমিং পুলের ধারে গোলাপি বিকিনিতে ছবির জন্য পোজ দিয়েছেন অনন্যা। মুখে হাসি, হাত দিয়ে আগলাচ্ছেন চুল। চোখে-মুখে ফুটে উঠছে মাদকতা। এমন রূপে অনন্যাকে দেখে চোখ ফেরানোই দায়।
তবে এই ছবির ক্যাপশনে চমক রেখেছেন অনন্যা। লিখেছেন, ‘ছিঃ দিদি তুমি কি নির্লজ্জ’। মানে ট্রোল যে একটা হবে, তা নিয়ে তাঁর যেন আভাসই ছিল।
আরও পড়ুন: ‘ইমরান হাসমিকে চুমু খাওয়া খুব অস্বস্তিকর’, দাবি আশিক বানায়া আপনে নায়িকার
নেটপাড়ায় অবশ্য সত্যি সত্যি কটাক্ষের বন্যা। একজন কমেন্টে লিখলেন, ‘এত এক্সপোজ করো কেন নিজের শরীরকে! পয়সা পাও নাকি। এরপর ছেলেদের দোষ হয়ে যাবে।’ যদিও যেভাবে ট্রোলারদের ‘মুখে ঝামা ঘষেছেন’ অনন্যা, তাতে খুশি তাঁর ভক্তরা। একজন কমেন্টে লিখলেন, ‘৪ টে বেশি লাইক ছবির ক্যাপশনের জন্য’। অপরজন লিখলেন, ‘ট্রোলাররা এখন কোনায় বসে কাঁদছে। ভাবছে ট্রোলের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল।’
আরও পড়ুন: ‘…ইচ্ছে করছে তো’! শ্বেতার কোন ডাকে সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন রুবেল?
এই মুহূর্তে ‘তুঁতে’ এবং ‘কমলা ও শ্রীমান পথ্বীরাজ’ সিরিয়ালে দেখা যাচ্ছে অনন্যাকে। এর আগে কাজ করেন ‘মিঠাই’, ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ মেগাতেও। খুব অল্প বয়সেই দেখে ফেলেছেন সাফল্যের মুখ।
অনন্যা বর্তমানে সম্পর্কে রয়েছেন অভিনেতা তথা সমাজ মাধ্যম প্রভাবী সুকান্ত কুন্ডুর সঙ্গে। প্রেমের প্রথম স্বীকৃতি মিলেছিল দিদি নম্বর ১ শো-তে রচনার প্রশ্নের উত্তরে। এরপর জুলাই মাসে তাঁরা প্রকাশ্যে আনেন নিজেদের সম্পর্কের সমীকরণ। আর সপ্তাহখানেক আগে ছিল তাঁর আর সুকান্তর লাভ অ্যানিভার্সারি। এদিন ১০টি বিশেষ দিনের খাস মুহূর্ত শেয়ার করে নেন অনন্যা সোশ্যাল মিডিয়াতে। আর ক্যাপশনে প্রেম জাহির করে লেখেন, ‘তোমার সঙ্গে কাটানো সেরা ১০টি দিনের স্মৃতি রইল! যদিও তোমার সঙ্গে কাটানো সব মুহূরগুলোই স্মরণীয়। আমার স্বপ্নগুলো সত্য়ি করে তোলার জন্য ধন্যবাদ। আমাদের (সম্পর্কের) বয়স এখন এক বছর!’
অনন্যার পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক সুকান্তর। চলতি বছরে অভিনেত্রীর দিদি অলোকানন্দা ভাইফোঁটাও দিয়েছেন সুকান্তকে। সোশ্যাল মিডিয়ায় সুকান্তর সঙ্গে প্রায়ই ছবি শেয়ার করে থাকেন অলোকানন্দা।
৳7,777 IPL 2025 Sports Bonus