বলিপাড়ার দুই সুপারস্টার অক্ষয় কুমার ও সলমন খানের বন্ধুত্ব বহু পুরনো। প্রায় একই সময়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন তাঁরা। দুজনেই একে অপরের সঙ্গে সুন্দর বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। অক্ষয় ও সলমন একসঙ্গে 'মুঝসে শাদি করোগি' এবং 'জান-ই-মান' সহ বেশকিছু হিট ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন।
তবে টানা বেশ কয়েকটি ছবির কন্টেন্ট এবং সেই ছবিগুলির বক্স অফিস ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছেন সলমন। ভাইজানের অতি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'সিকান্দর'ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।। এদিকে মঙ্গলবার দিল্লিতে নিজের আসন্ন ছবি 'কেশরী চ্যাপ্টার ২'-এর একটি বিশেষ অনুষ্ঠানে অক্ষয়ের সঙ্গে কথা বলেছে HT সিটি। সেখানেই আক্কিকে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময় বড় তারকা ছবি ভালো করছে না, সলমনের 'সিকান্দর'-নিয়ে এমনই আলোচনা হচ্ছে।
আরও পড়ুন-'উনি আমাকে ঠকিয়েছেন, চুপিচুুপি…', গদর ২র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক আমিশা প্যাটেল
আরও পড়ুন-আগামী ২ বছর এই বাড়িতেই থাকবেন শাহরুখ-গৌরী, সামনে এল অ্যাপার্টমেন্টের নতুন ভিডিয়ো..