গত সপ্তাহেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। এই তারকা দম্পতির বিয়ের কোনও অনুষ্ঠানেই অংশ নিতে দেখা গেল না শাহরুখ খানকে। যা দেখে অনেকের মনেই প্রশ্ন, তবে কি কোনও ঝামেলা হল 'ডন' পরিচালক আর অভিনেতার মধ্যে? এমনকি বৃহস্পতিবার রাতে ফারহান-শিবানীর বিয়ের পার্টিতে হাজির হননি বাদশা।
ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আপতত জনসমক্ষে খুব বেশি আসতে চাইছেন না শাহরুখ। কাজ ছাড়া অন্য কোনও কারণেই একান্ত জরুরি না হলে প্রকাশ্যে আসতে রাজি নন কিং খান। গত বছরের শেষে মাদক মামলায় ছেলে আরিয়ানের নাম জড়ানোর পর থেকেই কিছুটা অন্তরালে শাহরুখ।
জানা গিয়েছে বিয়ের অনুষ্ঠান বা পার্টিতে হাজির না হলেও ফোন মারফত নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। পাশাপাশি শাহরুখের তরফে ফারহান-শিবানীকে শুভেচ্ছা জানাতে পার্টিতে পৌঁছেছিলেন গৌরী খান, আরিয়ান-সুহানারা। মাদককাণ্ডে নাম জড়ানোর পর এই প্রথম কোনও পার্টিতে অংশ নিলেন আরিয়ান।

সম্প্রতি ‘পাঠান’-এর সেটে দেখা মিলেছে শাহরুখের। অভিনেতার পাঠান লুক ইতিমধ্যেই ভাইরাল অন্তর্জালে। শ্যুটিং ছাড়া একমাত্র লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় শামিল হতে দেখা গিয়েছিল শাহরুখকে।
খুব শীঘ্রই পাঠান'-এর শ্যুটিং শেষ করবেন শাহরুখ। জানা গিয়েছে ছবির বাকি অংশের শ্যুটিংয়ে দীপিকা, জনের সঙ্গে স্পেন রওনা দেবেন শাহরুখ। সেখানে বেশ কিছু অ্যাকশন দৃশ্য ও একটি রোম্যান্টিক গানের শ্যুটিং সারবে টিম ‘পাঠান’। চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি। ‘পাঠান’ প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখের পুরনো বন্ধু আদিত্য চোপড়া।