Ranbir Kapoor-Animal: ‘রণবীর শুনুন, বোম্বে পুরনো, তেলুগুরা-ই শাসন করবে’, Animal-এর অনুষ্ঠানে এ কী বললেন মন্ত্রী!
1 মিনিটে পড়ুন Updated: 28 Nov 2023, 11:30 AM IST‘রণবীরজি আপনাকে একটা কথা বলতে চাই, আগামী ৫ বছরে গোটা হিন্দুস্তানে, বলিউড, টলিউড সর্বত্র আমাদের তেলুগু মানুষরা শাসন করবেন। আপনাকেও একবছরের মধ্যে হায়দরাবাদে এসে থাকতে হবে, বোম্বে পুরনো হয়ে গিয়েছে। বেঙ্গালুরুতে ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে, হিন্দুস্তানে এখন একটাই শহর, সেটা হায়দরাবাদ।’
রণবীরকে এ কী বললেন মাল্লা