ক্রাইম ব্রাঞ্চ অফিসার জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল এই মুহূর্তে বাংলা টেলিভিশন কাঁপাচ্ছেন। তাঁর ভক্ত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য অনুষ্ঠিত টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সকলকে পিছনে ফেলে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জি-কন্যা অঙ্কিতা মল্লিক। তবে শুধু পুরস্কার নিয়ে ক্ষান্ত থাকেননি তিনি। এই অ্যাওয়ার্ড সেরেমানিতে মঞ্চে জোরদার ঠুমকা লাগাতে দেখা যাবে ‘জগদ্ধাত্রী’র লিডিং লেডিকে। আরও পড়ুন-পুর্নজন্ম নিয়েও মিল হল না! কিঞ্জলের মৃত্যুতেই শেষ পঞ্চমী, মন ভরল না দর্শকের
শুধু অঙ্কিতা একা নন, খাকি উর্দিতে তাঁর সঙ্গ দিলেন ‘এক্কা দোক্কা’র রাধিকা আর ‘মন ফাগুন’-এর পিহু। স্টার জলসার দুই লিডিং লেডির সঙ্গে হাত মিলিয়ে মঞ্চ কাঁপালেন অঙ্কিতা। পুলিশের পোশাকে তিনজনকে দেখে মুগ্ধ অনুরাগীরা। অক্ষয় কুমারের ‘খট্টা মিঠা’ ছবির সুপারহিট গান ‘আইলা রে আইলা’তে ফাটিয়ে নাচলেন তিনজনে। রাধিকা-জগদ্ধাত্রীদের ফ্যানেদের সুবাধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন-Tele Academy Awards: সেরা জুটি সূর্য-দীপা,সম্মানিত ‘গীতিকার’ মমতা! রইল তালিকা