বাংলা নিউজ > বায়োস্কোপ > Tapas Pal Wife-Mamata: অর্থের জন্য মমতার উপহার দেওয়া আঁকা বিক্রি করতে চান তাপস পালের স্ত্রী! 'কেউ টাকাটা দিলেই...'
পরবর্তী খবর
Tapas Pal Wife-Mamata: অর্থের জন্য মমতার উপহার দেওয়া আঁকা বিক্রি করতে চান তাপস পালের স্ত্রী! 'কেউ টাকাটা দিলেই...'
1 মিনিটে পড়ুন Updated: 14 Dec 2023, 03:34 PM ISTSubhasmita Kanji
Tapas Pal Wife on Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা বিক্রি করে দিতে চান তাপস পালের স্ত্রী! কী বললেন তিনি আর?
অর্থের জন্য মমতার উপহার দেওয়া আঁকা বিক্রি করতে চান তাপস পালের স্ত্রী
প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা বেচে দিতে চাইছেন! সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে নন্দিনী জানিয়েছেন তাঁর টাকার প্রয়োজন তাই তিনি বেচে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার দেওয়া সেই আঁকা দুটো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা বেচে দিতে চান তাপস পালের স্ত্রী
সম্প্রতি এবিপি আনন্দের মুখোমুখি হয়েছিলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী এবং কন্যা। সেখানেই নন্দিনী পাল জানান তাঁর অর্থের প্রয়োজন তাই তিনি মুখ্যমন্ত্রীর উপহার দেওয়া তাঁর নিজের হাতে আঁকা দুটো ছবি বিক্রি করে দিতে চান। যা শুনে স্তম্ভিত হয়ে গেছেন সবাই!
এদিন নন্দিনী সাক্ষাৎকারে বলেন, 'আমি শুনেছি দিদি খুব ভালো লেখেন, দিদি সত্যি খুব গুণী। উনি খুব আঁকেনও। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আমি তাপসের হাত দিয়ে দিদির জন্য অনেক অয়েল পেইন্ট, ক্যানভাস পাঠাতাম। উনি একবার দুটো ছবি এঁকে তাপসকে উপহার দিয়েছেন। আমি শুনেছি ওঁর আঁকা এক কোটি কয়েক লক্ষ টাকায় বিক্রি হয়। আমার খুব টাকাটা প্রয়োজন। কেউ দিলে আমি ওই আঁকা দুটো বিক্রি করে দেব।' তিনি পরে আবার নিশ্চিত করে জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা দুটোই বিক্রি করে দিতে চান।