দেখতে দেখতে আবার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বহু জায়গা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে মন্ডপের কাজ। আর পুজো মানেই মহালয়ার সকাল, আর মহালয়া মানেই মহিষাসুরমর্দ্দিনী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দ্দিনী না শুনে এখনও বাঙালির পুজো শুরু হয় না। তবে এখন রেডিয়োর মহিষাসুরমর্দ্দিনীর পাশাপাশি নানা চ্যানেলেও এই অনুষ্ঠান হয়। সেখানে দর্শকরা তাঁদের প্রিয় নায়িকাদের দেবী দুর্গার বেশে দেখতে পান। তাই প্রতি বছরই কোন চ্যানেলে কোন নায়িকা কোন দেবী হবে তা নিয়ে দর্শকদের মধ্যে একটা উৎসাহ থাকেই। আর এবারও তাঁর ব্যতিক্রম নয়। শোনা যাচ্ছে এবার নাকি দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে! কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: নতুন ওটিটি অ্যাপে জমজমাট থ্রিলার 'সন্ধ্যে নামার পরে'! অমৃতা-সোমরাজ-ঐশ্বর্যদের বড় চমক
আরও পড়ুন: ধুম ৩ র আসল স্ক্রিপ্ট কী ছিল মুক্তির ১৩ বছর পর ফাঁস করলেন আমির! বললেন, 'সুইটিকে আসলে...'
TV9 বাংলার একটি প্রতিবেদন অনুসারে এবার নাকি ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এর মহিষাসুরমর্দ্দিনীতে শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাবে দুর্গারূপে। ২০২১ সালে 'টেলি দুর্গা প্রোডাকশনস’ ‘আগমনী আড্ডা’র আয়োজন করেছিল সেখানে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল দে, মালবিকা সেনের মতো শিল্পীদের দেখা মিলেছিল।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড ‘অনুপমা’-র সেটে, নেই হতাহতের খবর, কেমন আছেন রূপালি?
আরও পড়ুন: পহেলগাঁওয়ের ঘটনার পরও পাকিস্তানী নায়িকা হানিয়ার সঙ্গে সিনেমা! ব্যান করা হতে পারে দিলজিৎকে?
এরপর ২০২৩-এ এই আড্ডায় উপস্থিত ছিলেন সোনামণি সাহা, দিব্যজ্যোতি দত্ত, সুদীপ মুখোপাধ্যায়রা। তারপর ২০২৪-এ ‘টেলি দুর্গা প্রোডাকশনস’ নিয়ে আসে তাদের প্রথম ‘মহিষাসুরমর্দ্দিনী’। সেখানে দুর্গারূপে দেখা মিলেছিল পর্দার 'রাইপূর্ণা' আরাত্রিকা মাইতির। আর এবার খবর এই অনুষ্ঠানেই মহিষাসুরমর্দ্দিনীর রূপে ধরা দিতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য। এখানে দেবীর বিভিন্নরূপে দেখা যাবে তাঁকে।