দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে দিল্লির রাস্তায় কুকুরকে ‘ধর্ষণ’ করছেন এক ব্যক্তি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। এমন রুচীহীন কাজ ঘুম উড়িয়েছে অনেকেরই।
এবার এই ঘটনায় প্রতিবাদে সামিল হলেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। বুধবার রাতে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। আর তাতে লেখেন, ‘কুকুর ধর্ষণকাণ্ড দিল্লি। একটা ভিডিয়ো টুইটারে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে একটি কুকুরের উপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে প্রকাশ্যে। হরিনগর থানার পুলিশ ইন চার্জ এফআইআর নিতে রাজি নন। কোনও মিডিয়া হাউজও এই নিয়ে নিউজ কভার করবে না কারণ তারা কুকুরের নামে নেতিবাচক খবর দেখাতেই পছন্দ করে। দয়া করে পাশে থাকুন। দিল্লি পুলিশকে ট্যাগ করুন।’ সঙ্গে নিজের পোস্টে সেই ভিডিয়োটিও জুড়ে দেন স্বস্তিকা। আরও পড়ুন: ‘ও তো উল্লু কা পাট্ঠা!’, কপিল শর্মার শো-তে রোজ যাওয়ায় অক্ষয়কে কটাক্ষ হল মালিকের
)