এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়িকা স্বস্তিকা ঘোষ। ‘অনুরাগের ছোঁয়া’র সুবাদে আট থেকে আশির মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। গত দু-সপ্তাহে টিআরপি তালিকায় একটু নম্বর কমেছে সূর্য-দীপাদের। ওদিকে নায়কের অফ স্ক্রিন রোম্যান্সের উড়ো খবরও টেলিপাড়ায় ঘোরফেরা করছে। এর মাঝে একদম অন্য অবতারে ধরা দিলেন স্বস্তিকা। আরও পড়ুন-সুদীপা অতীত! ভাই বউয়ের সঙ্গে রোম্যান্টিক পোজ সূর্যর, অফস্ক্রিনে নতুন রসায়ন?
পর্দায় দীপা একদম ধীর-স্থির আর শান্ত। কিন্তু স্বস্তিকা বাস্তব জীবনে বেজায় প্রাণোচ্ছ্বল। সুঅভিনেত্রী হওয়ার পাশাপাশি স্বস্তিকা কিন্তু নাচেও পারদর্শী, সেই প্রমাণই দিলেন সূর্যর প্রাণ-প্রিয়। লাল পাড় সাদা শাড়িতে রাতের শহরে জমিয়ে ঠুমকা লাগালেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘গুলাবি শরারা’ গানটি। শাড়ির আঁচল কোমরে গুঁজে সেই গানেই কোমর দোলালেন স্বস্তিকা।
পিচঢালা রাস্তা সেজে উঠেছে আলোর রোশনাইতে। বান্ধবীকে সঙ্গে নিয়ে উত্তরাখণ্ডের পাহাড়ি সুরে তাল মেলালেন স্বস্তিকা। ইন্দ্র আরিয়ার গাওয়া এই জনপ্রিয় গানে স্বস্তিকার নাচ দেখে চোখ আটকে নেটিজেনদের।
অন্যদিকে মিশকার কারসাজিতে আলাদা হওয়ার মুখে সূর্য-দীপা। মিশকার গর্ভে বেড়ে উঠছে সূর্যর সন্তান। নিয়ে টানাপোড়েনর মাঝেই সামনে এসেছে অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে, দীপার জীবনে আসছে নতুন মোড়। নতুন প্রোমোয় দেখা গেল শাশুড়ি লাবণ্য সেনগুপ্ত ‘সবার ভালোর জন্য’ তাঁকে ডিভোর্স পেপার সই করার আদেশ দেয়। নিরুপায় হয়ে সূর্যও সেই শর্ত মেনে নেয়। সব খারাপের দায় তাঁকেই কেন নিতে হবে? প্রশ্ন দীপার মনে। জীবনের এমনই টালমাটাল মুহূর্তে দীপার জীবনে এন্ট্রি নিচ্ছে তাঁর পুরোনো বন্ধু। যে ভূমিকায় দর্শক দেখবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে।
দিন কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন দীপা তাঁর জীবন কতখানি বদলে দিয়েছে। স্বস্তিকার কথায়, ‘আমি আগের জীবনটা খুব মিস করি। শুরু থেকেই জানতাম, সিরিয়াল হোক বা বড়পর্দা- পপ্য়ুলার ফেস হতে গেলে কিছু জিনিসের মুখোমুখি হতে হয়। আগে আমি যখন-তখন রাস্তায় বেরিয়ে যেতাম, ফুচকা খেতাম। সেটা এখন পারি না। তাও চেষ্টা করি নর্ম্য়াল লাইফটা বাঁচার। দীপার ভূমিকায় অভিনয় করার পর থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। এমনকি যারা আমার সঙ্গে সম্পর্ক একসময় রাখেনি, তাঁরাও এখন যেচে কথা বলে। এই জিনিসগুলো বড় পাওয়া।’