কথায় বলে যে বিপদের বন্ধু, সেই হল আসল বন্ধু। আর সেকারণেই হয়ত আরও একবার রোমানের কাছে ফিরলেন সুস্মিতা সেন। আর সেটাই স্পষ্ট হয়েছে বৃহস্পতিবার রোমান শলের জন্মদিনে। ১৫ বছরের ছোট প্রেমিকের জন্মদিনে সুন্দর একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা। আর সেই শুভেচ্ছা বার্তা ছিল বাঙালিয়ানায় ভরপুর। ঠিক কী লিখেছেন সুস্মিতা?
সুস্মিতা, রোমান শলের সঙ্গে শীত পোশাকে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবু, তুমি যাতে আনন্দে থাকো, তার জন্য সবসময় প্রার্থনা করি। অনেক ভালোবাসা, অনেক শুভকামনা।’ এই লেখার সঙ্গে ইমোজিতে রোমানের উদ্দেশ্যে চুুমু ছুড়ে দিয়েছেন সুস্মিতা। তাঁর এই পোস্টে 'বাবু' শব্দটির সঙ্গেই জুড়ে রয়েছে বাঙালিয়ানা। তবে বেশ বোঝা যাচ্ছে রোমানের প্রতি সুস্মিতার ভালোবাসা একটুও কমেনি। এদিকে সুস্মিতার পোস্টের উত্তরে রোমানও পাল্টা লিখেছেন, ‘ধন্যবাদ বাবু’। সঙ্গে জুড়েছেন লাভ ইমোজি। অর্থাৎ তাঁদের কথায় বেশ বোঝা যাচ্ছে, তাঁরা একে অপরকে আদর করে 'বাবু' বলেই ডাকেন।
আরও পড়ুন-'ওঁকে দেখলে আমার বাবার কথা ভীষণ মনে পড়ে', কার কথা বলছেন স্বস্তিকা!
আরও পড়ুন-জলসায় শুধুই ফিকশন, নন ফিকশন TRP-তে জি বাংলার 'দাদা' ও 'দিদি'র লড়াই! কে কাকে হারাল?