আজারবাইজানে ছুটি কাটাচ্ছেন সুস্মিতা সেন। বরাবরের মতোই ভক্তদের সঙ্গে অবসর মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন বলি সুন্দরী। বুধবার অভিনেত্রী সবুজ গাছে ঘেরা একটি বড় পুলে সাঁতার কাটার ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে চারদিকে তুষারাবৃত পাহাড়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য।
সুস্মিতার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুরো গা ঢাকা সাঁতারের পোশাকে। তুষারাবৃত পাহাড় চারদিকে, আর হোটেলের স্যুইমিং পুলে উষ্ণ গরম জল থেকে ধোঁয়া উঠছে। ক্যাপশনে প্রাক্তন মিস ইউনিভার্স লিখেছেন, ‘তুষারে ঢাকা পাহাড়, মাইনাস ১ তাপমাত্রা, উষ্ণ আউটডোর পুল…এবং অবশ্যই মনে মনে ডুব দেওয়ার ইচ্ছা। উফফফফ এটা দারুণ অভিজ্ঞতা.. হয়ে যাক!!! মুক্ত হতে (জিং) এবং প্রকৃতির সঙ্গে একা!’ আরও পড়ুন: মলয়ালম সুপারস্টার সুরেশ গোপীর মেয়ের বিয়ে, হাজির PM মোদী, মামুটি, মোহনলালরা