রাজশ্রী প্রোডাকশনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'দোনো'র ট্রেলার শেয়ার করা হয়েছে। এই ছবির প্রযোজনা করছে তারাই। এই ছবি পরিচালনা করছে সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ এস বরজাতিয়া। দোনো মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর। সোমবারই মুম্বইয়ে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি দেওল, সুরজ বরজাতিয়া এবং পুনম ধিলন।
রাজবীর দেওলের 'দোনো'
দীর্ঘদিন পর পর্দায় ফিরেই ব্লকবাস্টার ছবি দিয়েছেন সানি দেওল। আপাতত সানির গদর-২ নিয়েই চর্চা চলছে। এরই মাঝে সামনে এল সানি পুত্র রাজবীর দেওলের প্রথম ছবি 'দোনো'র ট্রেলার। এই ছবিতে সানি পুত্র রাজবীরের সঙ্গী হলেন পুনম ধিলনের মেয়ে পালোমা ধিলন। এটা পুনমেরও প্রথম ছবি।
রাজশ্রী প্রোডাকশনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'দোনো'র ট্রেলার শেয়ার করা হয়েছে। এই ছবির প্রযোজনা করছে তারাই। এই ছবি পরিচালনা করছে সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ এস বরজাতিয়া। দোনো মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর। সোমবারই মুম্বইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির ট্রেলার প্রকাশ করেন নির্মাতারা। ছবির অন্যন্যা অভিনেতা ও কলাকুশলী সহ ট্রেলার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন সানি দেওল, সুরজ বরজাতিয়া এবং পুনম ধিলন। নির্মাতারা ট্রেলারটি প্রকাশ করার পরই অনুরাগীরা ইউটিউব ও ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ট্রেলারে দেখা গিয়ে দেব ও মেঘনার প্রেমের গল্প। দেব, যে দীর্ঘ ১০ বছর একটা আলিনার জন্য অপেক্ষা করে থাকার পর তারই বিয়েতে এসে হাজির হয়। অন্যদিতে মেঘনার সদ্য বিচ্ছেদ হয়েছে, যে কিনা আলিনার হবু বরের বান্ধবী। আলিনার বিয়েতে এসেই আলাপ হয় দেব ও মেঘনার। তারপর?