হিট, সুপারহিট নয় সোজাসুজি ব্লকব্লাস্টার হয়েছে ‘গদর ২’। বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে এই ছবি। চলতি বছর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটির পর আবার সানি দেওলের ছবি নিয়ে এত উন্মাদনা দেখা যাচ্ছে ভক্তদের মধ্যে। কেবল ‘গদর ২’ নয়, গত শুক্রবার, অর্থাৎ ১১ অগস্ট এটার সঙ্গে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘OMG ২’ -ও। দুটো ছবিই বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে, প্রশংসিত হচ্ছে। কেউ কেউ তো ছবি দুটো ব্যাক টু ব্যাক দেখছেন।
এই বিষয়ে বলে রাখা ভালো, অক্ষয় কুমার অভিনীত ‘OMG ২’ ছবিতেও কিন্তু ‘গদর ২’ ছবির একটি যোগ আছে। ভাবছেন কী? একটা গানের যোগ আছে। সম্প্রতি সেই বিষয়ে মুখ খুললেন সানি দেওল।
‘OMG ২’ ছবিতে ‘গদর ২’ ছবির ‘উড় যা কালে কাওয়া’ গানটি ব্যবহৃত হয়েছে। সেই প্রসঙ্গে গত ১৪ অগস্ট ‘গদর ২’ -এর একটি প্রেস কনফারেন্সে এসে সানি নিজের মতামত জানান। অভিনেতার কথায়, 'আমি ছবিটা দেখিনি, তাই আমার কোনও আইডিয়া নেই। আমি আসলে গদর ২ ছবিটাও ঠিক করে পুরোটা দেখিনি।'
‘OMG ২’ ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছে শিবের দূত এক রাতে মদ্যপান করে একটি গাছের নিচে শুয়ে আছে। এবং গুনগুন করে ‘গদর ২’ -এর এই গানটি গাইছেন।
‘OMG’ এবং ‘গদর এক প্রেম কথা’, দুটো ছবিই বক্স অফিসে সাফল্য পেয়েছিল। এই সদ্য মুক্তি পাওয়া ছবি দুটি সেগুলোর সিকুয়েল। ‘OMG ২’ ছবিতে অক্ষয় কুমার ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতম। অন্যদিকে ২২ বছর পর আবার ‘গদর ২’ ছবিতে তারা সিং হয়ে ধরা দিয়েছেন সানি দেওল। তাঁর সঙ্গে এখানে আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা প্রমুখ আছেন।
আরও পড়ুন: ৩ দিনে ১৩৫ কোটি! ৪০ বছরের কেরিয়ারে সানির সবথেকে বেশি আয় করা ছবির তকমা 'গদর ২'-র
এই বিষয়ে জলে রাখা ভালো, মাত্র তিন দিনে বক্স অফিসে ‘গদর ২’ ছবিটি ১৩৫ কোটি টাকা আয় করেছে। এখন ১৫০ কোটির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।