প্রথম ছবির বাইশ বছর পর মুক্তি পাওয়া সত্বেও কোনও ছবির সিকুয়েল যে ঠিক এতটা ভালবাসা পেতে পারত সেটা বোধহয় সানি দেওল অভিনীত ‘গদর ২’ না দেখলে বোঝা যেত না। প্রথম দিন এই ছবি বক্স অফিসে ৪০.১০ কোটি টাকার ব্যবসা করে। আর সেই ধারা এটি দ্বিতীয় দিনেও বজায় রাখে। শনিবার ছবিটা বক্স অফিসে ৪৩ কোটি টাকা আয় করেছে, আর তৃতীয় দিনে ৫২ কোটি টাকা আয় করে তিনদিনে মোট ১৩৫ কোটি টাকা রোজগার করেছে! হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে। এক লাফে তৃতীয় দিনে ছবির আয় বেড়েছে আনেকটাই। ফলে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে এই ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে ১৩৫.১৮ কোটি টাকায়। বলা যায় এই ছবি এখন প্রায় দেড়শো কোটির দোরগোড়ায়।
২০২৩ সালে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া বলিউডের কটা ছবি যে তাদের প্রথম সপ্তাহে এতটা আয় করতে পেরেছে সেটা গুনে গুনে বলে দেওয়া যাবে। বলিউড হাঙ্গামার তরফে আন্দাজ করা হয়েছে যে ‘গদর ২’ ছবিটি নাকি মাত্র ৫ দিনেই ১৭৫ কোটির গণ্ডি টপকাবে। তারপর শীঘ্রই ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে। আর প্রথম সপ্তাহে এই ছবি মোট ১২৫ কোটি বা তার বেশি আয় করবে বলেই আন্দাজ করা হচ্ছে।
আর দর্শকদের থেকে এই বিপুল সাড়া পাওয়ার পর ‘গদর ২’ ছবিটি সানি দেওলের কেরিয়ারের সব থেকে বেশি আয় করা ছবি হয়ে দাঁড়াল। ১৯৮৩ সাল থেকে তিনি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিন্তু এই বিপুল সাড়া এই প্রথম পেলেন তিনি।
২০২৩ সালে ‘গদর ২’ -র আগে শাহরুখ খানের ‘পাঠান’ একমাত্র এটির থেকে প্রথম দিন বেশি আয় করেছিল। শাহরুখের ছবি প্রথম দিনে ৫৭ কোটি টাকা ঘরে তুলেছিল। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠী এবং অক্ষয় কুমার অভিনীত ‘OMG ২’ ছবিটিও গদর ২ -র সঙ্গে মুক্তি পেয়েছে। কিন্তু সেটা বক্স অফিসে প্রথম দিন কেবল ১০.২৬ কোটি আয় করেছে। যদিও এই ছবিটিও দারুণ প্রভাব ফেলেছে দর্শকদের মনে। বেশ পজিটিভ রিভিউ পাচ্ছে, তাই অনুমান করা হচ্ছে এটি আগামীতে ‘গদর ২’ -কে বক্স অফিসে কড়া টক্কর দেবে।
আরও পড়ুন: সানির গদর ২-কে শুভেচ্ছা ইয়ামির, OMG ২ এর নায়িকা লিখলেন 'দুটো ছবিই যেন বক্স অফিসে...'
অনিল শর্মা পরিচালিত এই ছবিতে সানি দেওল ছাড়াও আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, প্রমুখ আছেন। ২০০১ সালে ‘গদর এক প্রেম কথা’ মুক্তি পেয়েছিল। তার ২২ বছর পর এল ‘গদর ২’। এখানে ১৯৭০ -এর প্রেক্ষাপটে দেখানো হয়েছে যে তারা সিং পাকিস্তানি সেনার হাত থেকে নিজের ছেলেকে কী করে বাঁচায় সেই গল্প।