Sunny Deol: সানির কেরিয়ারের দুঃসময়, পরপর ১০টি সিনেমা হয়েছিল ফ্লপ, দেখুন সেই তালিকা Updated: 08 Apr 2025, 03:50 PM IST Swati Das Banerjee Sunny Deol: সানি দেওলের ১০টি এমন সিনেমা, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এর মধ্যে কিছু সিনেমার নাম আবার অনেকে জানেই না। এক নজরে দেখে নিন সিনেমাগুলির নাম।