খান আর বচ্চন পরিবারের মধ্য়ে নাকি এবার আত্মীয়তার বন্ধন জুড়বে! এই প্রজন্মের দুই তারকাকে ঘিরে তেমনই গুঞ্জন ডানা মিলেছে বি-টাউনে। শাহরুখ কন্যা সুহানা মন দিয়েছেন বচ্চনের নাতিকে, এই চর্চা দীর্ঘদিনের। স্ত্রী গৌরী খান ও ছেলে আব্রামকে নিয়ে জামনগরে নতুন বছর উদযাপন করেছেন শাহরুখ খান। তবে তার মেয়ে সুহানা খান সেখানে হাজির হননি। চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দার সাথে পার্টিমুডে সুহানা। প্রেমিক যুগলের আদুরে ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আরও পড়ুন-অগস্ত্যর জন্মদিনেই প্রেমের ইস্তেহার শাহরুখ কন্যার? বচ্চনের নাতির কান টেনে কী বার্তা সুহানার?
অগস্ত্য-সুহানার নতুন বছর উদযাপন
ইনস্টাগ্রামে অগস্ত্য নন্দার ফ্যান পেজ থেকে পোস্ট করা ছবিতে ‘দ্য আর্চিস’ অভিনেতাকে সুহানা খানের সাথে পার্টি করতে দেখা গিয়েছে। একটি ছবিতে তাদের দুই বন্ধুর সাথে পোজ দিতে দেখা গেছে। সুহানা একটি সাদা চকচকে বডিকন পোশাকে সেজেছিলেন এবং অগস্ত্যকে ধূসর স্ট্রাইপড স্যুটে স্মার্ট দেখাচ্ছল। আনন্দ, উচ্ছ্বাস ছিল তাঁদের চোখে-মুখে। প্রথম ছবিতে দেখা গেল মস্তির মুডে চার বন্ধু, অন্যটিকে উইশ ট্রি-কে নিজেদের ইচ্ছের কথা জানাচ্ছেন অগস্ত্য-সুহানা।
এর আগে আলিবাগে শাহরুখ খানের ফার্ম হাউসেও সুহানার পাশে হাজির ছিলেন অগস্ত্য। আরও পড়ুন-শীঘ্রই সৌরভের বাড়িতে বিয়ের সানাই! পাহাড়ের চূড়ায় বিয়ের প্রস্তাব স্নেহাকে, চিনুন গাঙ্গুলি বাড়ির হবু জামাইকে
একসঙ্গে সফর শুরু
বলিউডে হাত ধরাধরি করে কেরিয়ার শুরু করেছেন অগস্ত্য-সুহানা। জোয়া আখতারের আর্চিসের সেটেই নাকি তাঁদের ভালোবাসার ফুল ফুটেছে। বচ্চন কন্যা শ্বেতা নন্দার একমাত্র পুত্র অগস্ত্য। সূত্রের খবর, জোয়া আখতারের ছবির সেটে একসঙ্গে লম্বা সময় কাটাতেন সুহানা-অগস্ত্য। তখনই বন্ধুত্বে প্রেমের রঙ লাগে। নিজেদের ঘনিষ্ঠতা কখনই আড়াল করার চেষ্টা করেনি তাঁরা। তবে এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কে আনতে চান না দুজনে। বয়সে বচ্চনের নাতির চেয়ে মাস কয়েকের বড় সুহানা।