
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ছোটপর্দায় সঞ্চালনায় ফিরছেন সুদীপ্তা। সপ্তাহ দুয়েক আগেই সামনে এসেছিল এই খবর। সান বাংলার নতুন গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মুখ তিনি। সম্প্রতি আরজি কর প্রতিবাদ আন্দোলনের সুবাদে চর্চায় থেকেছেন অভিনেত্রী। এর মাঝেই শুরু হচ্ছে তাঁর নতুন কাজ। সিরিয়ালের প্রোমো সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। আরও পড়ুন-‘কুমার শানু শুনলে লজ্জা পাবেন’, মঞ্চে জানের গান শুনে কটাক্ষ, বাবার সঙ্গে চলল তুলনা!
যেমনটা জানা গিয়েছিল, এই শো-এ দেখা মিলবে বাংলার ঘরের লক্ষ্মীদের অর্থাৎ মা-মেয়ে-বউমাদের। অনেকসময়ই নানান প্রতিকূলতার মুখে পড়ে থমকে যায় মেয়েদের স্বপ্নের উড়ান, তাদের মুশকিল আসান হতে চলেছেন সুদীপ্তা ও তাঁর এই শো। যেখানে নানান মজার খেলায় সামিল হয়ে প্রতিদিন এক লাখ টাকা জিততে পারবে ‘হার না মানা বাংলার লক্ষ্মীরা’।
আপতত জোরকদমে চলছে শো-এর অডিশন পর্ব। প্রথম থেকেই এই শোয়ের সঙ্গে তুলনা চলছে রচনার দিদি নম্বর ১-এর। জিহ্বা বিভ্রাটের জেরে হালে কম চর্চায় থাকেননি রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাংসদের জনপ্রিয়তা কমেছে কিনা তা বিতর্কিত বিষয়, কিন্তু টিআরপি তালিকা বলছে দিদি নম্বর ১ শো-এর নম্বর হালে খানিক পড়তির দিকে। ওদিকে বদলে যাচ্ছে শো-এর সময়ও।
আগামী সপ্তাহ থেকে বিকাল ৫টার বদলে, ৪.৩০ থেকে সম্প্রচারিত হবে দিদি নম্বর ১। দিদিকে টেক্কা দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন সুদীপ্তাও। তিনি কী এবার দিদি নম্বর ২? প্রশ্নের জবাবে টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা শো যখন, আমার কাজটা আমি মন দিতে করার চেষ্টা করব। দিদি হতে আমার ভালোই লাগে। আমার থেকে বেশি বয়সীরাও আমাকে দিদি বলে ডাকেন, সেটা আমি ধরিনি আমাকে ভালোবেসে, বা আমার কাজকে সম্মান জানিয়ে ডাকেন। আর নাম্বারিং-এ আমি বিশ্বাস করি না’।
হ্যাঁ, আপতত অনেকটাই সেফ খেললেন সুদীপ্তা। রচনার সঙ্গে সরাসরি মোকাবিলা নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। তবে নিজের নতুন জার্নি নিয়ে বেশ উত্তেজিত। দীর্ঘদিন ধরেই সুদীপ্তা ভক্তদের আক্ষেপ কেন তাঁকে টিভির পর্দায় দেখা যায় না, তা অবশেষে মিটতে চলেছে।
এক ঘণ্টা ধরেই সম্প্রচারিত হবে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই শো আদ্যোপান্ত ইতিবাচকতায় মোড়া হবে জানিয়েছেন সুদীপ্তা। আগামী ২রা ডিসেম্বর থেকে সন্ধ্যে ৬টায় সান বাংলায় সম্প্রচারিত হবে এই শো।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports