রাত পেরোলেই মুক্তি পাবে রাজ চক্রবর্তীর ‘সন্তান’। ইতিমধ্যেই ছবি প্রিমিয়ারও হয়ে গিয়েছে। এই ছবি বাবা-মায়ের সঙ্গে সন্তানদের সমীকরণের গল্প বলবে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিন্তু সন্তান হিসেবে তিনি ঠিক কেমন? বিনোদন জগতে আসার ক্ষেত্রে বাবা-মাকেই বা কতটা পাশে পেয়েছিলেন নায়িকা? ছবি মুক্তির আগে এক সাক্ষাৎকারে সেই কথাই ভাগ করে নিলেন অভিনেত্রী।
সন্তান হিসেবে কেমন শুভশ্রী? এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে নায়িকা বলেছেন, ‘আসলে নিজে মা হওয়ার পর অনেক কিছু বুঝতে পেরেছি। ছোটবেলায় মা-বাবার সঙ্গে অনেক ক্ষেত্রেই মতপার্থক্য হত। তখন বুঝতে পারতাম না। আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের উৎকণ্ঠাটা বুঝতে পারি।' নায়িকার কথায় তিনি নাকি খুব একটা ‘প্রবলেমেটিক চাইল্ড’ ছিলেন না।
আরও পড়ুন: ‘আমরাও স্টেজ লাগিয়ে নাচতে শুরু করলে…’! শুক্রবার বক্স অফিসে খাদান বনাম সন্তান, ফের কি রাজের নিশানায় শুভশ্রীর প্রাক্তন দেব
পাশাপাশি শুভশ্রী তাঁর মায়ের প্রসঙ্গে বলেন, ‘ছোট থেকেই আমি কিন্তু মনে করতাম না আমার মা পারফেক্ট। আসলে মায়েরা কিন্তু ইমপারফেক্টলি পারফেক্ট হন।’ বিনোদন জগতে আসার ক্ষেত্রেও তাঁর মায়ের অবদান অনেকটা। অভিনেত্রীর কথায়, 'অভিনয়ে আসতে পেরেছি আমার মা আর দিদির জন্য। বাবা কিন্তু রাজি ছিলেন না। ‘পরান যায় জ্বলিয়া রে’ পর্যন্ত উনি আমার এই পেশায় আসা মানতে পারেননি।'
এই নিয়ে অবশ্য তাঁর মনে তখন অনেকখানি খারাপ লাগাও ছিল। কিন্তু পরে তিনি বাবার দিকটাও বুঝতে পারেন। তাঁর মতে, ‘ওটা একটা সিচুয়েশন, কারও দোষ নয়। আসলে সেই সময়ে সন্তান বড় করার একটা ধরন ছিল। এখন সময়ের সঙ্গে অনেকটাই বদল এসেছে।’
আরও পড়ুন: 'যথাযথ ব্যবস্থা নেব', খাদান মুক্তির আগে ফের কেন এমন কথা বললেন দেব?
তবে এখন তিনি নিজেও মা। তাঁরও রয়েছে দুই সন্তান। তাঁদের সামল দিয়ে কাজ করতে হয় তাঁকে। এটা ঠিক কতটা কঠিন নায়িকার জন্য? প্রশ্নে অভিনেত্রী জানান, ‘ইউভান হওয়ার পর কাজ করব না ভেবেছিলাম। কিন্তু রাজ আমায় মনের জোর জুগিয়েছিল। রাজ বিশ্বাস করত যে, আমি দু’দিক ঠিক সামলাতে পারব। আমার সন্তানদের ক্ষেত্রে আমি এবং রাজ যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছি। শুরু থেকেই ইউভান আর ইয়ালিনিকে নিজেদের সিদ্ধান্ত নিতে শেখাব।’