
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দ্বিতীয়বার মা হতে চলেছেন পপি কিচেন খ্যাত ইউটিউবার। বাংলার ইউটিউবারদের মধ্যে অতি পরিচিত নাম পপি! তাঁর চেনানো পথে হেঁটে সাবলম্বী হয়েছেন অনেক মেয়ে। গ্রামের বউ বলে পিছিয়ে থাকা বা আপোস করে বাঁচা নয়, রান্না ঘরে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন এই গৃহবধূ।
সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে, ঘরোয়া আয়োজনে, দেশি-বিদেশি নানা পদ নিজের হাতে রেঁধে, জনপ্রিয়তা পেয়েছেন এই ইউটিউবার। পুরনো দিনের রান্নার রেসিপি থেকে আজকের জেনারেশনের পছন্দের পিৎজা, সবই রান্না করেন পপি। শীঘ্রই পপি মা হতে চলেছেন। সেই সুখবর অজানা নয় পপির সাবস্ক্রাইবারদের। এবার ঘটা করে অনুষ্ঠিত হল পপির সাধ। এলাহি আয়োজনে অনুষ্ঠিত হল অনুষ্ঠান।
স্বামীর থেকে সাধে উপহার পেয়েছেন সোনার গয়না। সোনার আংটি এবং চোকার কিনেছেন পপি। তা পেয়ে যারপরনাই খুশি হবু মা। সাধের অনুষ্ঠানে ঘন সবুজ রঙের ভারী সিল্কের শাড়িতে পাওয়া গেল তাঁকে। একদম রাজরানীর লুক! পপি জানালেন, ‘আজকের দিনটা জীবনে ভুলতে পারবো না’। অনুরাগীদের জন্য এই বিশেষ দিনের মুহূর্ত ভ্লগে তুলে ধরেছেন পপি।
মা-শাশুড়ি মায়ের আর্শীবাদ নিয়েই সাধ ভক্ষণ সারলেন পপি। মেনুতে কী কী থাকল? ভাত, সুক্তো, ডাল, পাঁচ রকমের ভাজা, এঁচোড় চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, চাটনি, পায়েস, মিষ্টি, এবং স্যালাড। সব-রকম নিয়ম-রীতি মেনেই হল অনুষ্ঠান। ছেলে অর্জুনের পর এবার মেয়ে হোক, আশা পপির। হবু সন্তানের জন্য সকলের আর্শীবাদ চেয়েছেন। মা ও হবু সন্তান দুজনেই ভালো থাকুক, এটাই চায় পরিবার। সাধের অনুষ্ঠানে বর খুনসুটি করতে ছাড়ল না পপির সাথে। বলতে শোনা গেল, ‘আমি সকাল থেকে খেটে মরে যাচ্ছি, আর তুমি তিন ঘন্টা করে সাজছো। ছেলেটাও তোমার থেকে বেশি কাজ করছে’।
বাড়িতে অনুষ্ঠান। তোড়জোরে ব্যস্ত পপির পর নিজে তৈরি হননি। একরাশ অভিযোগ উগরে দিলেন পপি, বলতে শোন গেল- ‘সাধের অনুষ্ঠানেই তোমার এই অবস্থা! কদিন পর কী করবে তুমি’।
একাধিক ভিডিয়োতে রান্নার পাশাপাশি পপিকে শেয়ার করে নিতে দেখা যাচ্ছে নিজের দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার এই জার্নিও। বরাবরই নিজের হাতে সবকাজ করতে ভালোবাসেন। ভোরবেলা উঠে চলে যেতেন সবজির ক্ষেতে, পুকুরে নেমে নিজেই মাছ ধরতেন। সেসব এখন বারণ। গ্রামের ঠান্ডায় একটু কষ্টই পাচ্ছেন।
ফেসবুকেও তিনটি পেজ খুলে ফেলেছেন এই ‘সহজ-সরল গ্রামের বউ’টি। একটির নাম ‘পপি কিচেন’। অপর দুটির নাম ‘পপি কিচেন ফ্যামিলি ভ্লগ’ ও ‘দ্য রিয়েল ভিলেজ কুকিং’। মাঝে তিনটি পেজই চলে গিয়েছিল হ্যাকারদের দখলে। সেই সময় কেঁদেকেটে সকলকে তা জানিয়েওছিলেন পপি। যদিও এখন অনাগত সন্তানকে নিয়েই সব ভাবনা। বড় সাবধানে কাটাচ্ছেন প্রেনন্যান্সির শেষ সময়টা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports