সদ্যই বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁদের বিয়ে নিয়ে বাংলা জুড়ে কম হইচই হয়নি। একে তো অভিনেতার তৃতীয় বিয়ে, তার উপর আবার তাঁর এবং শ্রীময়ীর বয়সে বিস্তর ফারাক। এই নিয়ে চলেছে বিস্তর কটাক্ষ, ট্রোলিং। কিন্তু সেসবকে উপেক্ষা করে গত ২ মার্চ গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। তবে জানেন কি সেই বিয়ের পর আবারও ছাদনাতলায় যাচ্ছেন বছর ৫৩ এর অভিনেতা! তাঁর বিয়ে এবার দেখানো হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে।
আরও পড়ুন: শ্রেয়া-অরিজিতের যুগলবন্দিতে সুরেলা প্রেমের আবহে ভাসল জামনগর, আর কারা পারফর্ম করলেন এদিন?
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে কাঞ্চনের বিয়ে
আগামী ১০ মার্চ সম্প্রচারিত হবে এবারের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। আর এবার তাদের থিম বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ি। কিন্তু এতদিন সম্প্রচারের দিনক্ষণ জানানো হলেও কার বিয়ে সেটা প্রকাশ্যে আনা হয়নি। এবার সেটাই জানানো হল। স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে দেখানো হবে কাঞ্চন মল্লিকের বিয়ে। তাই নিয়ে উত্তেজিত সকলেই!
আরও পড়ুন: 'বয়স্ক লোকের ব্যাপারই আলাদা...' বলেছিলেন দিদি নম্বর ওয়ানে, তাই কি কাঞ্চনের গলায় মালা দিলেন শ্রীময়ী
আরও পড়ুন: 'বেহায়া মহিলা একেবারে...' চাহালকে ছেড়ে কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ পোজ ধনশ্রীর, চটে লাল নেটপাড়া
স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড প্রসঙ্গে
এবারের এই অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনা করবেন যিশু সেনগুপ্ত, মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য, রূপাঞ্জনা মিত্র, জুন মালিয়া, প্রমুখ। এদিনের অনুষ্ঠানে নাচ করবেন স্টার জলসার বিভিন্ন তারকারা। অর্থাৎ গীতা এলএলবির গীতা এবং স্বস্তিক, কথার কথা এবং এভি, সন্ধ্যাতারার সন্ধ্যা এবং আকাশনীল, তুমি আসে পাশে থাকলের দেব এবং পার্বতী, অনুরাগের ছোঁয়ার দীপা এবং সূর্য, প্রমুখ।
এদিনের এই শোতে হাজির থাকবেন টোটা রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন, বিক্রম চট্টোপাধ্যায়, শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ, প্রমুখ।
আরও পড়ুন: মণীশ মালহোত্রার শাড়ি পরে বিশ্বাম্ভর স্তুতি! ছেলে অনন্তের হস্তাক্ষর অনুষ্ঠানে নেচে তাক লাগালেন নীতা আম্বানি
আরও পড়ুন: অস্ত্র হাতে নকশাল দমনে বদ্ধপরিকর আদা, প্রকাশ্যে সুদীপ্ত সেনের 'বস্তার' ছবির অ্যাকশনে ভরপুর ট্রেলার
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪ এর পরিচালনা করেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। আগামী ১০ মার্চ এই অ্যাওয়ার্ড শো বিকেল ৫টা থেকে শুরু হবে। আর মূল অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৬টা থেকে শুরু হবে।