
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আর একটুখানি অপেক্ষা! ঘড়ির কাঁটা সন্ধে ৬টার ঘরে ঢুকলেই শুরু হয়ে যাবে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’। অ্যাওয়ার্ড শো-র খানিক ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে পেয়ে গিয়েছিলেন দর্শক। এবার সময় তা টিভির পরদায় চাক্ষুষ করার।
থাকছে ঋষি-পিহু, লালন-ফুলঝুড়ি, খড়ি-ঋদ্ধি, মোহর-শঙ্খ,দীপা-সূর্যরা। ধারাবাহিকের জুটিদের মন মাতানো নাচ থাকবে গোটা অনুষ্ঠান-জুড়ে। সাথে হাতে তুলে দেওয়া হবে অ্যাওয়ার্ড। থাকছেন দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণারাও।
সোশ্যাল মিডিয়া থেকেই খবর মিলেছে সদ্য শেষ হওয়া ধারাবাহিক ‘মোহর’ থেকে মোহর আর শঙ্খ জিতে নিয়েছে সেরা জুটির সম্মান। ‘গাঁটছড়া’ পেয়েছে ‘সেরা মেয়ে’ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে খড়ি (শোলাঙ্কি), সেরা ছেলে ঋদ্ধিমান (গৌরব চট্টোপাধ্যায়), সেরা খলনায়ক রাহুল (অনিন্দ্য চট্টোপাধ্যায়)। সেরা বউ-এর সম্মান পেয়েছে পিহু অর্থাৎ সৃজলা গুহ। আরও পড়ুন: স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড: সেরা জুটি ঋষি-পিহু, শুরুতেই বাজিমাত ‘গাঁটছড়া’র
পছন্দের তারকাকে নিজের হাতে পুরস্কার নিতে দেখলে, বা পছন্দের জুটির মন মাতানো নাচ দেখতে চাইলে বা রিল লাইফের বর-বউয়ের রিয়েল লাইফ কেমিস্ট্রি ঠিক কেমন জানতে চাইলে, আপনাদের দেখতেই হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড।
সঙ্গে এই নামগুলির সাথে বিজেতার তালিকায় আর কার কার নাম যোগ হয় সেটাও ফাঁস হয়ে যাবে আজ রাতের মধ্যেই। পপকর্ন হাতে জমজমাট সন্ধ্যার মজা নিতে আপনি তৈরি তো?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports