বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav Ganguly: বাংলার 'মহারাজ' হলেন ত্রিপুরার ট্যুর গাইড, উজ্জয়ন্ত প্রাসাদ, ছবিমুরার জঙ্গল, ডুম্বুর লেক ঘোরালেন সৌরভ
'ছবিমুরাকে জঙ্গল মে আপ যব প্যায়ের রাখেঙ্গে, তবে লোমটে খড়ে হো যায়েগে। পর হর খতরে সে বাঁচানেকে লিয়ে ইহা পে স্বয়ং মা দূর্গা হ্য়ায়। ইয়ে কাহানি প্রকৃতি কি, ফির জনতা কি। ছুপি হুয়ি খুূবসুরতি কি, ইয়ে হ্যায় কাহানি ত্রিপুরা কি।' এমনটাই বলছেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
এবার ত্রিপুরার ট্যুর গাইড হয়ে ছবিমুরার জঙ্গল থেকে উজ্জয়ন্ত প্যালেস ঘুরিয়ে দেখালেন সৌরভ। নিজেও ঢুঁ মারলেন ত্রিপুরার আনাচকানাচ। পর্যটকদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ‘তো কব আ রহে হ্য়ায় ত্রিপুরা? (তাহলে ত্রিপুরা কবে আসছেন?)’ ত্রিপুরা ট্যুরিজিম-এর ফেসবুকের পাতায় পোস্ট করা হয়েছে মহারাজের এই ভিডিয়োটি।