তিনি জনপ্রিয় অভিনেতা, আবার কোভিডের সময় এই সোনু সুদই হয়ে উঠেছিলেন গরিবের ‘মাসিহা’। সম্প্রতি নিজের আপ কামিং ছবি 'ফতেহ'র প্রচারে ব্যস্ত সোনু সুদ। সোনু ফিটনেস ফ্রিক, ভীষণভাবেই স্বাস্থ্য সচেতন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি কোনওদিনই অ্যালকোহল চেখেও দেখেননি। আর সেকথা বলতে গিয়েই সলমন খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সোনু সুদ।
ঠিক কী বলেছেন সোনু সুদ?
সাক্ষাৎকারে সোনু তাঁর প্রতিদিনের ডায়েট সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি একজন নিরামিষাশী। আমার ডায়েট খুব বিরক্তিকর। আমার বাড়িতে কেউ এলে বলে যে আমি হাসপাতালের খাবার খাই। আমি তখন বলি এটাই আমার খাবর, তোমরা যা খুশি খেতে পারো। আমি ছাড়া বাড়িচে সবাই আমিষ খায়, সবার জন্য ভালো ভালো খাবার আমাদের সবচেয়ে ভালো রাঁধুনিও আছে।’
সোনু বলেন, ‘ আমি যখন স্কুলে, কলেজে পড়তাম, তখনও আমি কখনও নখরাবাজি করিনি খাওয়া নিয়ে এখনও করিনা। তবে আজকাল চাপাটি খাওয়াও ছেড়ে দিয়েছি। বিকেলে এক বাটি ডাল-ভাত খাই। সকালের নাস্তায় আমি ডিমের সাদা অংশের অমলেট, সালাড, অ্যাভোকাডো, ভাজা সবজি বা পেঁপে খাই। তবে হ্যাঁ, আমি স্বাস্থ্যকর খাবার খাই, আমি ডায়েটের সঙ্গে কখনও প্রতারণা করি না। আমি মাঝে মাঝে মক্কি কি রোটি খাই, কখনওসখনও। ডায়েট ধারাবাহিক হওয়া গুরুত্বপূর্ণ’।
আরও পড়ুন-কলকাতার মেয়ে, মুম্বইতে কেরিয়ার গড়েন, জানুয়ারিতেই অভিনেতা সাহিলকে বিয়ে করছেন বাঙালি মেঘা
ডায়েটের কথা বলতে গিয়ে সোনু সুদ অ্যালকোহল পান করার প্রসঙ্গে আসেন। বলেন, ‘আমি কোনওদিনই মদ্যপান করিনি। অনেক সহ-অভিনেতাই আমাকে অ্যালকোহল নিয়ে বলেছেন এটা ট্রাই করে দেখো। অনেকে গোপনে আমার পানীয়র সঙ্গে অ্যালকোহল স্পাইক করারও চেষ্টা করেছেন।’
এই প্রসঙ্গেই সোনু আনেন সলমনের প্রসঙ্গ। বলেন ভাইজান তাঁর এনার্জি ড্রিংকের সঙ্গে অ্যালকোহন মেশাতে চেয়েছিলেন। তাঁর কথায়, 'সালমান ভাই কো বড় শওক রেহতা থা, কেহতে কি, ‘এক কাম কর জারা, রেড বুল কে অন্দর ডাল কে লে থোড়া (রেড বুলে কিছু অ্যালকোহল মেশান) এমনকি উনি কৌশলে আমাপ হাতে গ্লাস দিয়েছেন, তবে আমি বুঝে গিয়ে সেটা ফেরত দিয়েছি। ওঁর দেওয়া গ্লাস আমি অন্য কাউকে দিয়ে দিলে উনি আমার গ্লাসের দিকে তাকিয়ে থেকেছেন। যখন কারও মদ্যপানের শখ থাকে, তখন তাঁরা অন্যদেরও পান করতে পছন্দ করে, যা ভাল। কিন্তু আমার কখনোই এমন মনে হয়নি’।