দীর্ঘ ৭ বছরের সম্পর্ক, অবশেষে গত ২৩ জুন পরিণতি পায় সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেম। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন সোনাক্ষী-জাহির। বিয়ের পর ইতিমধ্যেই মধুচন্দ্রিমায় উড়ে গিয়েছেন নব-দম্পতি। হানিমুনে গিয়ে জাহিরের সঙ্গে একান্তে সময় কাটানোর বেশকিছু ছবি নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন শত্রুঘ্ন কন্যা।
কোনও এক বহুতল ভবনের সুইমিং পুলে মনোরম সূর্যাস্তের সময় একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে জাহির-সোনাক্ষীকে। যে ছবিতে পুলের কিনারায় হেলান দিয়ে পানীয়র গ্লাস হাতে দেখা যায় তাঁদের। ছবির ক্যাপশনে সোনাক্ষী লেখেন, 'বিউটিফুল সানসেট (রেড হার্ট ইমোজি)। দ্বিতীয় ছবিতে সোনাক্ষী ও জাহির দুজনকেই পুলের জলে ডুবে সূর্যাস্ত দেখতে দেখা যাচ্ছে। সেই মুহূর্তে গোধূলির সেই আলো পুলের জলে পড়ে চিকচিক করে উঠতে দেখা গেল।
আরও পড়ুন-৫০জন গরিব নারী-পুরুষের বিয়ে দিল আম্বানিরা, নব-দম্পতিকে কাছে টানলেন, উপহারে কী দিলেন নীতা?
এদিকে দুজনের একসঙ্গে ছবি জাহির পুনরায় শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমি আরও সুন্দর কিছু দেখতে পাচ্ছি।’ আরও একটা ভিডিয়োতে জাহির-সোনাক্ষীকে মিষ্টি জাতীয় কিছু খাওয়ার সময় জোরে জোরে হাসতে হাসতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, 'ও আমার উপর চিৎকার করতে গেলে কিন্তু আমি পরমুহূর্তে ওকে হাসতে বাধ্য করেছি। তবে সোনাক্ষী বা জাহির কেউই তাঁরা কোথায় বেড়াতে গিয়েছেন তা প্রকাশ্যে আনেননি।
২৩ জুন, নিজেদের বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী লেখেন, বিয়ের পর প্রথম ছবি দিয়ে সোনাক্ষী সমস্ত বিতর্কের জবাব দিয়ে লিখেছিলেন, ‘এই দিনেই, সাত বছর আগে (২৩.৬.২০১৭)তে একে অপরকে চোখে হারিয়েছিলাম। আমরা এই ভালবাসাকে শুদ্ধ রূপ দিয়েছিলাম, এই ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিলাম। আজ সেই ভালবাসা আমাদের সমস্ত বাধা পার করে এই জায়গায় নিয়ে এসেছে… যেখানে আমাদের দুজনের পরিবার এবং আমাদের নিজ নিজ দেবতার (ঈশ্বর-আল্লা) আশীর্বাদে… আমরা এখন স্বামী এবং স্ত্রী। এই বন্ধন এখন থেকে অনন্তকাল পর্যন্ত থাকবে…। সোনাক্ষী-জাহিরের বিয়ে ২৩.৬.২০২৪।’
এদিকে এই বিয়ের কিছুদিন পরও সোনাক্ষীর বিয়ে নিয়ে বিহারে রীতিমতো বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। এই বিয়ের পাশে ‘লাভ জিহাদ’ তকমা সাঁটা হয়েছে। বিহারীবাবু শক্রঘ্নর মেয়েকে পাটনায় ঢুকতে দেওয়া হবে না, এমন দাবিতে সরব বিক্ষুব্ধ জনতা। হিন্দু শিব ভবানী সেনা-র মতো কিছু হিন্দু সংগঠনের তরফে এই বিয়ে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।