সোহিনী ও রণজয় কোনও রকম রাখঢাক রেখে প্রেম করেননি কখনোই। সোশ্যাল মিডিয়ায় নিজেদের PDA শেয়ার করা নিয়েও কোনও দ্বিধা দেখাননি। প্রথম প্রথম ট্রোল হলেও, জাস্ট সেসব অদেখা করে গিয়েছেন। বছর দুয়েক ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ দুজনে। লকডাউনের শুরু থেকেই রণজয় ও তিনি একসঙ্গেই আছেন। এই তো, কিছুদিন আগে মাসখানেক ধরে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামে, নদীর ধারে ঘুরে বেরিয়েছেন। সেসব ছবি, ভিডিয়োও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
চলতি সপ্তাহ থেকে টলিপাড়ায় গুজব রটে এই বছর অর্থাৎ ২০২১ সলেই বিয়ে করবেন তাঁরা। এমনিতে রণজয়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে একেবারেই পছন্দ করেন না তিনি। তবে, বিয়ের গুজব থামাতেই হয়তো মুখ খুললেন এক দৈনিকের কাছে। সোহিনী জানালেন, অবশ্যই তিনি বিয়ে করার কথা ভেবেছেন। কিন্তু সেটা এত জলদি নয়। এমনকী, এই নিয়ে তাঁদের কোনও পরিকল্পনাও হয়নি।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘কবাডি কবাডি’তে অভিনয় করার কথা আছে সোহিনীর। সোশ্যাল মিডিয়ায় প্রিয় জুটির তালিকা করলে বেশ প্রথমেই আসে তাঁদের নাম। স্বভাবতই বিয়ের খবরে বেশ খুশি হয়েছিলেন অনুরাগীরা। করোনা আবহে একটা খুশির খবরে মন ভরে গিয়েছিল অনেকেরই। কিন্তু মনে ব্যথা দিয়ে সবার সে ভুল ভাঙালেন সোহিনী
।