বলিউড ও টলিউড, বর্তমানে দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন। অভিনেতা সোহম মজুমদারকে কে না চেনেন! বিশেষত ‘সিটাডেল হানিবানি’তে অভিনয়ের পর বাংলার সোহমকে আপাতত বলিউডের লোক বলেই মনে করছেন বহু দর্শক। এমনকি তিনি কাজ করে ফেলেছেন শাহিদ কাপুর ও অক্ষয় কুমার, কার্তিক আরিয়ানের সঙ্গেও। এদিকে আবার সম্প্রতি বাংলায় 'পাটলিগঞ্জের পুতুল খেলা' ছবিতেও অভিনয় করে ফেলেছেন তিনি।
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলিউড ও টলিউডে কাজ করা নিয়ে নানান কথা বলেছেন সোহম মজুমদার। শাহিদ কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা বলেন সোহম। 'দৃষ্টিকোণ' ছবিতে প্রসেনজিতের সঙ্গে কাজ করেছিলেন তিনি। সোহমের কথায়, এক্কেবারে প্রসেজিতের মতোই ক্যামেরার অ্যাঙ্গেল বুঝে শট দেন শাহিদ। কাজের বাইরে বাড়তি কথাতে কান দিতে পছন্দ করেন না তিনি। তাই কানে থাকে ইয়ারফোন।
বাংলা নিয়ে শাহিদের কি কোনও আগ্রহ রয়েছে? একথায় সোহম বলেন, তাঁর সঙ্গে বিশেষ গল্পগুজবে সুযোগ হয়নি। তবে কার্তিক আরিয়ানের বাংলা নিয়ে আগ্রহ আছে। তিনি বাঙালি খাবার থেকে শুরু করে অনেক বিষয়েই জানতে চেয়েছেন বলে জানান সোহম। বলেন, ‘কার্তিক সবকিছু সহজেই রপ্ত করে নেন। ১৫ পাতা চিত্রনাট্যও একসঙ্গে শ্যুটিং করেছেন।’
আরও পড়ুন-সলমন-সঞ্জয় থেকে রিয়া, সোনালি, জেলে গিয়েছিলেন যে বলি তারকারা…
আবার অক্ষয় কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা অবশ্যই স্পেশাল ছিল সোহমের কাছে। বলেন, ‘ভীষণ পেশাদার আবার শিশুসুলভ। হঠাৎ দেখি ঝাড়লণ্ঠনের উপর নাচতে শুরু করলেন। দৃশ্যটা ছিল না কিন্তু। তবে উনি বললেন আমি ওটার উপর নাচব, শট নাও।’ বলিউডের করণ জোহরের সঙ্গেও আলাপ আছে বলে জানালেন সোহম মজুমদার।
এদিকে সাক্ষাৎকারে শোলাঙ্কি রায়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেছেন সোহম। তিনি যদিও বলছেন, ‘আমরা প্রেমিকা নেই, সত্যিই’। সোহমের কথায়, তিনি ও শোলাঙ্কি সৌরভ চক্রবর্তীর ‘সাড়ে ৩৭’ ওয়েব শোয়ে কাজ করেছেন, তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছাড়ায়। তাঁরা আসলে ভালো বন্ধু। একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া নিয়ে বললেন, ‘বন্ধুত্বের কথা অস্বীকার করছি না…।’ সোহম বলেন, ‘মধুমিতা সরকারের সঙ্গেও আমার প্রেমের গুজব ছড়ানো হয়েছিল, তবে মধুমিতার প্রেমিক থাকার কারণে, সেটা চাপা পড়ে গিয়েছে।’