অক্ষয় কুমার অভিনীত দেশাত্মবোধক ছবি স্কাই ফোর্স যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়। কী অবস্থা কঙ্গনা রানাওয়াতের ইমারজেন্সি ছবিটির?
আরও পড়ুন: শাড়ি থেকে চুমু বিতর্কে বেফাঁস মন্তব্য করে ট্রোলড, মমতা শঙ্কর বললেন, ‘মেয়ে হিসেবে একটা মান সম্মান…’
বক্স অফিসে ছয় দিনে কত টাকা আয় করল স্কাই ফোর্স?
বুধবার, ২৯ জানুয়ারি সপ্তাহের মাঝে আচমকাই বাড়ল অক্ষয় কুমার অভিনীত ছবি স্কাই ফোর্সের আয়। এদিন বক্স অফিসে ছবিটি ৫ কোটি ৯৬ লাখ টাকা আয় করেছে। যেখানে মঙ্গলবার ছবিটি ৫ কোটি ৭৫ লাখ টাকা ঘরে তুলেছিল। ফলে ষষ্ঠ দিনের আয়ের পর এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮০ কোটি ৯৬ লাখ টাকায়। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
প্রথম দিন ছবিটি ১২ কোটি ২৫ লাখ আয় করে। উইকেন্ড আসতে বেশ অনেকটাই বাড়ে ছবির ব্যবসা। শনি এবং রবিবার যথাক্রমে ছবিটি ২২ এবং ২৮ কোটি টাকা ঘরে তোলে। সোমবার সেই আয়ের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটিতে। মঙ্গলবার ৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।
ইমারজেন্সি ছবির বক্স অফিস কালেকশন
বুধবার ইমারজেন্সি ছবিটি বক্স অফিসে ২২ লাখ টাকা আয় করেছে। ফলে বর্তমানে এই ছবির ভারতীয় বক্স অফিসে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৩৩ লাখ টাকায়। যেভাবে গুটি গুটি পায়ে কঙ্গনার এই ছবির ব্যবসা এগোচ্ছে তাতে ২০ কোটি আদৌ পার করবে কি না এই ছবি সেই প্রশ্ন উঠছে।
প্রথম সপ্তাহে ইমারজেন্সি ছবিটি বক্স অফিসে ১৪ কোটি ৩০ লাখ টাকার ব্যবসা করে। দ্বিতীয় শুক্রবার আয় করে ৪০ লাখ টাকা। শনি এবং রবি সেই আয়ের পরিমাণ কিছুটা বেড়ে হয় ৮৫ লাখ এবং ১ কোটি ১৫ লাখ টাকা। সোমবার আসতেই হুড়মুড়িয়ে কমে আয়ের পরিমাণ। সোমবার এবং মঙ্গলবার ২০ লাখ করে ঘরে তুলতে পেরেছে এই ছবিটি। দ্বিতীয় মঙ্গলবার মাত্র ২০ লাখ টাকা আয় করেছে।
স্কাই ফোর্স প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।
আরও পড়ুন: 'দাদা রেগে গেছেন', ভাইরাল রিল নিয়ে রূপমকে কটাক্ষ ভূমির সৌমিত্র-আর্যেশের, কড়া জবাব রকস্টারের
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
ইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। মুখ্য ভূমিকায় আছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ।